কোটি কোটি টাকা, বিপুল সোনা, জমির দলিল! কী না ছিল অর্পিতার ফ্ল্যাটে

কোটি কোটি টাকা, বিপুল সোনা, জমির দলিল! কী না ছিল অর্পিতার ফ্ল্যাটে

কলকাতা: শুক্রবার রাতে শহরজুড়ে তল্লাশি অভিযানের সময় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দেয় ইডি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, সেখান থেকে উদ্ধার হয়েছে ২০ কোটিরও বেশি টাকা, ২০ টি মোবাইল ফোন। গতকাল রাত থেকেই অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আজ সকাল পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়। এখন ইডি সূত্রে জানা যাচ্ছে আরও চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন- ‘এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না’, পার্থর গ্রেফতারি নিয়ে বললেন বিমান

গোয়েন্দা আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, অর্পিতার ফ্ল্যাট থেকে মোট ২১.২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে, পাশাপাশি কলকাতা এবং শহরতলিতে অর্পিতার প্রায় ৮টি ফ্ল্যাটের হদিশ মিলেছে। আরও জানা গিয়েছে, যে টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে পাওয়া গিয়েছে উচ্চ শিক্ষা দফতরের খাম! ইডি আরও জানিয়েছে, বেশ কিছু জমির দলিল পর্যন্ত মিলেছে এই তল্লাশি অভিযানে। অর্পিতা মুখোপাধ্যায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেই এই তথ্য জানতে পারে তাঁরা।

শুক্রবার রাত ৮টা ১০ নাগাদ ইডির টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে জানানো হয় ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ তার সঙ্গে পোস্ট করা বয় প্রচুর পরিমাণে নগদ টাকার ছবি৷ ইডির দাবি, অর্পিতার অন্যতম পরিচয় তিনি রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =