১০০ দিনের টাকা না পেলে দিল্লি ঘেরাও করব, হুঙ্কার মমতার

১০০ দিনের টাকা না পেলে দিল্লি ঘেরাও করব, হুঙ্কার মমতার

কলকাতা:  একুশের মঞ্চ থেকে দিল্লি ঘেরাওয়ের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  তিনি বলেন,  বাংলাকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না মোদী সরকার। গরিব মানুষগুলো গত সাত মাস ধরে কাজ করে টাকা পাচ্ছে না। আরও কত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন আমার হকের টাকা বন্ধ করে দিলেন? ভোটে হেরেছেন বলে ভাতে মারার চেষ্টা করবেন? ১০০ দিনের কাজের টাকা যদি না দেয় বিজেপি সরকার, দিল্লি গিয়ে আপনাকে ঘেরাও করব, হুঙ্কার মমতার৷ 

আরও পড়ুন- BJP চায় না চাকরি হোক, ওদের পিঁপড়ে কামড়ায়, বাম আমলে শিক্ষকের চাকরি বিকোত ১০-১৫ লাখে, মমতা

তিনি আরও বলেন, আমাকে ইডি, সিবিআই দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করে কোনও লাভ নেই৷ আমি ওসবে ভয় পাই না। যারা ডরপোক, তারা ভয় পায়।