‘ভবানীপুর হাইভোল্টেজ মানতে পারবে না’, বললেন শ্রীজীব

‘ভবানীপুর হাইভোল্টেজ মানতে পারবে না’, বললেন শ্রীজীব

কলকাতা:  শুরু হয়ে গিয়েছে রাজ্যের তিন কেন্দ্রে ভোট গণনা৷ প্রথম রাউন্ডের গণনা চলছে৷ ভবানীপুরে জয়ের বিষয়ে আশাবাদী বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস৷ আজ সকালে তিনি বলেন, ‘‘ভবানীপুর হাই ভোল্টেজ কেন্দ্র হলে মানুষের সমস্যাগুলো সব মিটে যেত৷ ভবানীপুরের মানুষের সমস্যা নেই এমন তো নয়৷ তাই এটা হাইভোল্টেজ কেন্দ্র, সেটা মানতে পারব না৷’’

আরও পড়ুন- বিশাল মার্জিনে জিতবেন মমতা, আশাবাদী ফিরহাদ, ‘আগেই বড় বড় কথা বলে নিক’, পাল্টা দিলীপ

শ্রীজীব আরও বলেন, ‘‘ফলাফলটা যাঁরা ভোট দিয়েছে, তাঁদের উপর ছেড়ে দেওয়াই ভালো৷ আমরা শুধুমাত্র ফলাফলের জন্য রাজনীতি করি না৷ আমাদের দলের সদস্যরা ৩৬৫ দিনই রাজনীতি করে৷ ফলাফলের হতাশা নিয়ে রাজনীতি করি না৷’’ ভোটে জয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘৮৯ সালে যখন মমতা হেরেছিলেন, তখনও ওঁর দলের লোকেরা বলেছিল অনেক ভোটে জিতবেন৷ তবে আমরা সকলেই নির্বাচনে লড়াই করি জেতার আশা নিয়ে৷ হতাশা নিয়ে তো আর লড়াই করব না৷ তবে ফলফল যেটা হবে, সেটা মেনে নেব৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =