রয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটি! শীতের দেখা কবে মিলবে বঙ্গে

রয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটি! শীতের দেখা কবে মিলবে বঙ্গে

কলকাতা: নভেম্বর মাস প্রায় শেষ, ক’দিন পরেই বছরের শেষ মাসের শুরু। হালকা তাপমাত্রার পারদ নামলেও এটা এখনও বলা যাবে না যে জাঁকিয়ে শীত পড়েছে। যদিও শীত পড়ার পরিবেশ কিন্তু তৈরি হয়ে যায় এই সময়। হাওয়া অফিস আগে ইঙ্গিত দিয়েছিল যে, ডিসেম্বরের শুরুর দিক থেকে বঙ্গের ঠান্ডা পড়ে যাবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তেমনটা মনে হচ্ছে না। কারণ রয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটি। তাহলে কবে শীত পড়তে পারে বাংলায়, তা নিয়ে কিন্তু এখনও প্রশ্ন।

আরও পড়ুন- গিরিশ মঞ্চে আগুন, দর্শকাসনে ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সহ আরও একজন

আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের আগে তেমন ঠান্ডা পড়বে না পশ্চিমবঙ্গে। ততদিন ঠান্ডার পরিবেশ এমনই থাকবে। ভোরবেলা এবং রাতের দিকে তাপমাত্রা কমবে। এদিকে আগামী কয়েক দিনের মধ্যেই বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনাও আছে। যদিও আপাতত উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তা বাংলায় কতটা প্রভাব ফেলবে তা বলা যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে বলা যায়, বাঙালির শীতের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। যদিও কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিগত কিছুদিনে তাপমাত্রার রকমফের দেখা গিয়েছে।

অন্যদিকে পরিসংখ্যান এও বলছে, ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালে নভেম্বর মাসের শেষ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির ঘরে৷ ২০২০ সালে নভেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস৷ ২০২১ সালের নভেম্বর মাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর নভেম্বরে ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একদিন নেমে গিয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। ফলে এই বছর যে শীতের ধুন্ধুমার ব্যাটিং দেখা যাবে, তা সহজেই অনুমেয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =