৫ কোটি ম্যানগ্রোভ কোথায় গেল? পরিবেশ ও বন দফতরকে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

৫ কোটি ম্যানগ্রোভ কোথায় গেল? পরিবেশ ও বন দফতরকে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

কলকাতা:  যশের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলার বিস্তীর্ণ অঞ্চল৷ ভেঙে পড়েছে বহু কাঁচা-পাকা বাড়ি৷ ভেঙে গিয়েছে অসংখ্য বাঁধ৷ আম্পানের পরেও একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল উপকূলবর্তী অঞ্চল৷ কিন্তু আম্পানের পর যে ম্যানগ্রোভ লাগানোর কথা ছিল সেই গাছ কোথায় গেল? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- এক যুগ পর ফের চাষের জমিতে ঢুকল নোনা জল, জেরবার সুন্দরবন

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আম্পানের পরেও হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে৷ প্রতি বছরই দুর্যোগ আসছে৷ এই দুর্যোগ মোকাবিলার টাকা কোথা থেকে পাবে সরকার? আমরা মানুষকে সহায্য করব৷ কিন্তু টাকা জলে ঢালব না৷ সেক্ষেত্রে বিকল্প পথে এগোতে হবে৷ এর পরেই মেজাজ হারিয়েই তিনি বলেন, আগের বারেও গাছের কথা বলেছিলাম৷ ৫ কোটি ম্যাগ্রোভ পোঁতার কথা ছিল৷ কত গাছ পুঁতেছে পরিবেশ দফতর ও বন দফতর? আগের বারে যে বড় বড় ভাষণ দিল তার কী হল? সুন্দরববনে যে ৫ কোটি ম্যানগ্রোভ ও ঘাসের গাছ পোঁতার কথা ছিল সেটা কী হল? ওই ঘাস দিয়ে নদীর ভাঙন আটকানো সম্ভব৷ সরকারের টাকা সস্তা নয়৷ 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, মাটির পিছনে কেন টাকা ঢালা হবে? মাটি তো গলবেই৷ যে গাছ শিকড় বিস্তার করে মাটি আকড়ে রাখবে সেই গাছ পোতা হচ্ছে না কেন? সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন, এতবড় কাজ করার ক্ষমতা বন দফতরের নেই৷ এর জন্য পৃথক টিম তৈরি করতে হবে৷ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই করতে হবে এই কাজ৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + seven =