কলকাতা: মঙ্গলবারই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্পষ্ট জানান হয়েছে, আজ সিবিআই দফতরে আজ ৮টার মধ্যে হাজিরা দিতে হবে তাঁকে। কিন্তু মানিক ভট্টাচার্য কোথায়? এই প্রশ্ন ইতিউতি। কারণ সূত্রের খবর, তিনি বাড়িতে নেই, সকাল সাড়ে ৮টা নাগাদ বেরিয়ে গিয়েছেন। কিন্তু কোথায় গিয়েছেন তিনি?
আরও পড়ুন- লাগাতার আন্দোলনের জের, অস্থায়ী বাসকর্মীদের জন্য বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর
এর আগেও অবশ্য তাঁকে তলবের সময়ে তদন্তকারী সংস্থা দাবি করেছিল যে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু মানিক ছিলেন তাঁর বাড়িতেও। পরে বিধানসভাতেও দেখা যায় তাঁকে। কিন্তু এবার যতটুকু জানা গিয়েছে, সকাল থেকে বাড়িতে নেই তিনি, কোথায় গেছেন তাও কেউ বলতে পারেননি। এমনকি তাঁর ব্যবহার করা গাড়িও বাড়িতেই পড়ে আছে। সিবিআই হাজিরার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি আছে তাঁর জন্য। তাহলে কি আজ হাজিরা এড়াবেন মানিক? এটা একটা প্রশ্ন হলেও তিনি যে ‘নিখোঁজ’ নন এটা স্পষ্ট। কারণ তিনি দিল্লিতে। ‘রক্ষা’ পেতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
সুপ্রিম কোর্টে একদিনের রক্ষাকবচ পেয়েছেন মানিক ভট্টাচার্য৷ বুধবার পর্যন্ত গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নয়৷ একদিনেক রক্ষাকবচ দিয়ে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, তদন্তে সহযোগিতা না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে গ্রেফতারও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তিতে মানিক। তাই এখন তিনি হাজিরা দেবেন কিনা তা নিশ্চিত নয়।
