আম্পানে উপড়ে পড়া গাছ কোথায়? ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

আম্পানে উপড়ে পড়া গাছ কোথায়? ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

কলকাতা: বাংলার আকাশে দুর্যোগের ভ্রুকুটি৷ ফের আসছে দু’-দুটো বান৷ তার আগে সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গাছ দিয়ে নদীর ভাঙন আটকানোর দিশা খুঁজথেন তিনি৷ কিন্তু আম্পানের ঝড়ে পড়ে যাওয়া গাছ কোথায়? ৩ দিনের মধ্যে সেই রিপোর্ট তলব করলেন মমতা৷  

আরও পড়ুন- বাংলায় ফের দুর্যোগের ভ্রূকুটি, ২৬ জুন নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী বলেন, দায়বদ্ধহীনতায় আমরা ভুগছি৷ সকলকে দায়িত্ব নিতে হবে৷ কয়েক মাস আগেই আম্পান হয়েছে৷ প্রচুর গাছ পড়েছে৷ কলকাতাতেই কয়েক হাজার গাছ পড়েছে৷ সেই গাছগুলো কোথায় কী অবস্থায় আছে? সেগুলি কি বিক্রি করে দেওয়া হয়েছে? নাকি আছে৷ তা জানতে চান মমতা৷ তিনি বলেন, কেএমসি, পুরসভা, আরবান ডাপার্টমেন্ট এবং বন দফতর ওই গাছগুলি তুলেছিল৷ তাদের কাছ থেকে ৩ দিনের মধ্যে রিপোর্ট নিতে হবে৷ তবে শুধু রিপোর্ট নিয়ে বসে থাকলে হবে না৷ রিপোর্টের ভিত্তিতে কাজ করতে হবে৷ 

তিনি বলেন,  সামনেই দুটো বান আছে৷ ১১ জুন এবং ২৬ জুন৷ ১১ জুন যে বানটা আসবে সেটা বড় নয়৷ তবে বৃষ্টির উপর বান এলে তা বড় হয়ে যায়৷ তবে ২৬ জুন বড় বান আসছে৷ ফের ভরা কোটাল হবে৷ তার আগেই অবশ্যই গাছ বসাতে হবে৷ ঝাড়খণ্ডের বৃষ্টির জলও এখানে ঢোকে৷ সেই দিকে নজর রাখতে হবে৷ বাঁধের জল ছাড়ার উপরেও নজর রাখা হচ্ছে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =