অভিযোগ জানাতে গিয়ে তৃণমূল কর্মীর হাতে চড়! কে এই সাগর

অভিযোগ জানাতে গিয়ে তৃণমূল কর্মীর হাতে চড়! কে এই সাগর

কলকাতা: পঞ্চায়েক ভোটকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করছে রাজ্যের জায়গায় জায়গায়। কিন্তু শনিবার দত্তপুকুরে যে ঘটনা ঘটেছে তাতে বড় অস্বস্তিতে পড়েছে শাসক দল। ‘দিদির সুরক্ষা কবচ’-এ অভিযোগ জানাতে গিয়েছিলেন দত্তপুকুরের এক ব্যক্তি৷ কিন্তু অভিযোগ জানাতে এসে তৃণমূলের এক কর্মীর কাছে চড় খেতে হল তাঁকে৷ স্থানীয় ওই বাসিন্দা যখন তৃণমূল কর্মীর হাতে মার খাচ্ছেন, তখন কাছেই ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ৷ জানা যায়, মার খাওয়া ওই ব্যক্তির নাম সাগর বিশ্বাস। কিন্তু কে তিনি?

আরও পড়ুন- ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়ল এক ধাক্কায়! বাংলায় শীতের হল কী

উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায় গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী। সেখানেই নিজেদের কিছু দাবিদাওয়া নিয়ে গিয়েছিলেন স্থানীয় একটি মন্দির কমিটির কয়েক জন সদস্য। তাদের মধ্যে ছিল এই সাগর। জানা গিয়েছে, ইনি আদতে স্থানীয় মন্দির কমিটির এক জন সদস্য। সংবাদমাধ্যমে নিজেই এই কথা বলেছেন তিনি। সাগর জানান, মন্দিরের সামনের রাস্তা এবং নাটমন্দির নিয়ে তৈরি হওয়া কিছু সমস্যার কথা বলতে গিয়েছিলেন তিনি। কিন্তু তাকে কেন মারা হল তা তিনি বুঝতে পারছেন না। তার এও অভিযোগ, সংবাদমাধ্যমের সামনে যাতে তিনি কোনও ভাবে মুখ না খোলেন, সে কারণেই ওই তৃণমূল কর্মীরা তাঁকে হুমকি দেন। তবে তাঁখে আটকানো যায়নি৷

রাজ্যের মন্ত্রী এই বিষয় নিয়ে জানিয়েছেন, তিনি ঘটনাস্থলের কাছাকাছি থাকলেও সাগরকে চড় খেতে তিনি দেখেননি। তাঁর দাবি, যা হয়েছে তা ‘ব্যক্তিগত সমস্যা’-র কারণে হয়েছে। যদিও গোটা বিষয়টিকে তিনি সমর্থন করেন না বলেই স্পষ্ট করেছেন। তাঁর কথায়, ঘটনাটি দুঃখজনক।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 18 =