কলকাতা: শীঘ্রই মেয়াদ শেষ হচ্ছে কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কার্যকালের। তাঁর জায়গায় স্বাভাবিকভাবেই আসবেন নতুন কেউ। তাহলে কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে হচ্ছেন? তা জানা গেল এবার। তাঁর নাম টি এস শিবজ্ঞানম। এই নামই সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির কলেজিয়াম।
আরও পড়ুন- আবার অর্থ উদ্ধার শহরে! গাড়িতে পাওয়া গেল বান্ডিল বান্ডিল নোট, আটক ২
কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ মার্চ। তাঁর জায়গায় দেশের সবচেয়ে পুরোনো আদালতের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি টি এস শিবজ্ঞানমের নাম সুপারিশ হয়েছে। বর্তমানে তিনি কলকাতা হাইকোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতি। আর ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর কার্যকালের মেয়াদ রয়েছে। তাই সবদিক বিবেচনা করে সর্বসম্মতিক্রমে তাঁর নাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে কলেজিয়াম।
” style=”border: 0px; overflow: hidden”” title=”কলকাতায় ফের টাকার পাহাড়! Huge amount of money seized in ED raid at businessman’s office” width=”853″>
প্রসঙ্গত, ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টে প্রথম অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন টি এস শিবজ্ঞানম। ২০১১ সালে স্থায়ী বিচারপতি হিসেবে তিনি উত্তীর্ণ হন। বিচারপতি শিবজ্ঞানমের জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে নিজের পেশা শুরু করেন তিনি। তারপর দীর্ঘ ২৩ বছর আইনজীবী থাকার পর বিচারপতি নিযুক্ত হন। ১২ বছর মাদ্রাজ হাইকোর্টে বিচারপতি হিসাবে কাজ করার পর তাঁকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করে সুপ্রিম কোর্ট।