‘মন্ত্রী হওয়ার এত উৎসাহ কেন? আমাকে বললে জঙ্গলে গিয়ে লুকোতাম’, টুইট তসলিমার

টুইটে ঠিক কাকে খোঁচা দিলেন তসলিমা?

কলকাতা: সমাজের বিভিন্ন দিক নিয়ে বরাবরই সোচ্চার তিনি৷ অন্যায় দেখলেই গর্জে ওঠেন প্রতিবাদে৷ তাঁর টুইট বাণে বিদ্ধ হয়েছেন অনেকেই৷ এবার রাজনীতির কারবারিদের কাণ্ড কারখানা নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন৷
 

আরও পড়ুন- মহারাজের জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেহালায় মমতা

 
এদিন টুইট করে তসলিমা লেখেন, ‘‘কেন মানুষ মন্ত্রী হওয়ার জন্য এত আগ্রহী? আমাকে কেউ মন্ত্রী হওয়ার প্রস্তাব দিলে আমি কোনও জঙ্গলে ছুটে পালব৷’’ তাঁর এই টুইটে একাধিক প্রতিক্রিয়া মিলেছে৷ কেন তিনি মন্ত্রী হতে চান না? কেনই বা তিনি জঙ্গলে গিয়ে লুকতে চান, তা জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা৷ কিন্তু প্রশ্ন হল, কাকে কটাক্ষ করে এই টুইট করলেন তসলিমা?  

 

 

প্রসঙ্গত, গতকাল মোদীর মন্ত্রিসভার সম্প্রসারণে উঠে এসেছে একাধিক নতুন মুখ৷ ইস্তফা দিয়ে নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে পুরনোদের৷ এরই মধ্য ইস্তফা দিয়ে বোমা ফাটান আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়৷ তিনি ফেসবুক পোস্টে সরাসরি বলেন, ‘আমাকে ইস্তফা দিতে বলা হয়েছিল৷’’ যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়৷ তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, ‘‘নতুনদের জায়গা দিতে এটাই দস্তুর৷ কেউ তো এভাবে বলেনি৷ বরখাস্ত করলে কি ভাল হত?’’ প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময় দেখা গিয়েছে মন্ত্রিত্ব না পেয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে একাধিক নেতাকে৷

আরও পড়ুন- ‘আত্মনির্ভর ভারত নয়, লুটেরা ভারত তৈরি করেছে BJP,’ বিরোধীদের নিশানা পার্থর

প্রসঙ্গত, দিন কয়েক আগে বাংলাদেশের নায়িকা পরীমণির সমর্থনে মুখ খুলেছিলেন তসলিমা৷ নিজের সোশ্যাল মিডিয়া পেজে লিখেছিলেন ‘‘ফেসবুকে শিং মাছের মতো প্রতিদিন লাফিয়ে লাফিয়ে উঠছে বাংলাদেশের নায়িকা পরীমণির বিরুদ্ধে কুৎসিত সব গালাগালি!’ এর আগে মেয়েদের স্বল্প পোশাক পরা নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও একহাত নিয়েছিলেন লেখিকা৷ তাঁর ভাষাতেই বলেছিলেন, ‘ছেলেরাও স্বল্প পোষাক পরলে মেয়েরা চঞ্চল হয়ে ওঠে৷ যদি না সে রোবট হয়৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 15 =