কলকাতা: নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি করে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগে যে মামলা হয়েছে তার তদন্ত সিবিআই করতে পারে এমন পরিস্থিতি তৈরি। কিন্তু এই ঘটনায় এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের কাছে এই ইস্যুতে জবাব তলব করা হয়েছে। কেন এত অভিযোগ থাকার পরেও তাপস সাহার বিরুদ্ধে পদক্ষেপ হয়নি তা জানতে চায় আদালত।
আরও পড়ুন- দ্রৌপদী মুর্মুকে দুর্গামূর্তি উপহার মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ জানিয়ে বাংলার প্রশংসায় রাষ্ট্রপতি
এদিন এই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, বহু অভিযোগ থাকার পরেও কেন তৃণমূল বিধায়ক তাপস সাহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ? এই প্রেক্ষিতেই তিনি রাজ্যের কাছে হলফনামা তলব করেছেন। বিচারপতির নির্দেশ, আগামী ১০ এপ্রিল রাজ্যকে এ বিষয়ে হলফনামা জমা দিতে হবে। তলব করা হয়েছে মামলার কেস ডায়েরিও। এর আগে মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতির মন্তব্য করেছিলেন, তিনি সত্যি জানতে চান। আর তার জন্য এই মামলারও তদন্তভার কেন্দ্রীয় সংস্থাকেই দেওয়া হবে কি না তা তিনি খতিয়ে দেখছেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”সুকন্যাকে আগলে রাখবেন তৃণমূল সুপ্রিমো? Mamata Banerjee instructs to take care of Sukanya Mondal” width=”959″>
সিবিআইয়ের তরফেও স্পষ্ট জানান হয় যে তারা তদন্ত করতে প্রস্তুত। বিষয় হল, নিয়োগ দুর্নীতির অনেক মামলায় সিবিআই তদন্ত করছে। ফলে এই একই ধরনের অভিযোগের ক্ষেত্রেও সিবিআইকে তদন্তে দেওয়া যাবে কিনা তা খতিয়ে দেখছে আদালত বলে জানিয়েছেন বিচারপতি। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মূল অভিযোগ, দীর্ঘ সময় ধরেই ধাপে ধাপে তিনি ১৬ কোটি টাকা নিয়েছেন চাকরির প্রতিশ্রুতি দিয়ে।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন
