কাজের ছলনায় অন্য মহিলাকে নিয়ে পালল স্বামী, পুলিশের দুয়ারে স্ত্রী

কাজের ছলনায় অন্য মহিলাকে নিয়ে পালল স্বামী, পুলিশের দুয়ারে স্ত্রী

ডানকুনি:  ‘যাঁর সাথে মজে মন…’৷ সত্যিই বুঝি তাই৷ তাই তো স্ত্রী-সন্তানকে বাড়িতে ফেলে পাড়ার বিধবা মহিলাকে নিয়ে পালালেন স্বামী৷ অভিযোগ জানাতে থানায় পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী৷ ঘটনাটি ডানকুনির রঘুনাথপুরের দক্ষিণ পাড়ার৷

আরও পড়ুন- কয়েকদিন ধরেই জ্বর ছিল! গঙ্গাসাগরে যাওয়ার আগেই দুজনের মৃত্যু 

গৃহবধূ সুতিথি মন্ডলের অভিযোগ, গত ৫ জানুয়ারি সকালে  বাড়ি থেকে বেরন তাঁর স্বামী শুভ মণ্ডল। যাওয়ার সময় বলে যান ‘কাজ আছে’৷ সঙ্গে করে নিজের যাবতীয় নথিপত্রও নিয়ে যান। বেলা বাড়লেও শুভ বাড়ি ফিরছে না দেখে বার বার স্বামীকে ফোন করতে থাকেন স্ত্রী সুতিথি। কিন্তু তিনি ফোন তোলেননি৷ পরে খোঁজ নিয়ে সুতিথি জানতে পারেন, তাঁদের এলাকারই বাসিন্দা রিমা চৌধুরী নামে এক বিধবা মহিলার সঙ্গে পালিয়ে গিয়েছেন শুভ৷ 

এদিকে প্রায় চার বছর আগে মারা গিয়েছেন রিমার স্বামী৷ তাঁদের ১১ বছরের একটি ছেলেও রয়েছে৷ এই ঘটনা জানাজানি হতেই রিমার বাড়িতে যান সুতিথি৷ সেখানে গিয়েই একটি কোর্ট পেপার দেখতে পান তিনি৷ সুতিথির কথা মতো তাতে লেখা রয়েছে, ছেলেকে শ্বশুর আর দেওরের কাছে রেখে শুভর সঙ্গে ঘর বাঁধতে বাড়ি ছাড়ছেন রিমা৷ এবার থেকে শুভই তাঁর দায়িত্ব নেবেন৷ ওই কোর্ট পেপারে রিমার শ্বশুর বিন্ধেশ্বর চৌধুরী, দেওর ছোট্টু চৌধুরী-সহ রিমার আত্মীয়দের স্বাক্ষরও রয়েছে।

সুতিথির কোলেও রয়েছে এক বছরের একটি মেয়ে৷ তিনি বলেন, ‘‘আমার এক বছরের একটা মেয়ে আছে৷ ও বারবার বাবাকে খুঁজছে৷ আমি চাই শুভ ফিরে আসুক৷’’ ছেলে বাড়ি ফিরুক, চাইঠেন শুভুর বাবা দেবেন মণ্ডলও৷ ডানকুনি থানায় ছেলের নামে অভিযোগও করেছেন তিনি৷ পুলিশ শুভ আর তাঁর প্রেমিকাকে ধরে আনুক৷ আর্জি সুতিথির৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 17 =