কলকাতা: অবশেষে শুক্রবার দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও যোগ দেবেন তিনি৷ দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তাঁর হুঙ্কার, বাংলার বঞ্চনা এবং রাজ্যভাগের ষড়যন্ত্রের প্রতিবাদ করার লক্ষ্যেই বৈঠকে যোগ দেবেন তিনি৷ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বাংলা ভাগের জিগির উঠেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর অব্যবহিত পরেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বাংলার মালদহ এবং মুর্শিদাবাদ-সহ ঝাড়খণ্ড এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের ডাক দেন। যার বিরুদ্ধে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী৷ বাংলা ভাগের প্রতিবাদেই তিনি দিল্লি যাচ্ছেন বলে সাফ জানান৷