কলকাতা: কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হলেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর প্রাপ্ত ভোট ১৬,৫৬৪। নিকটতম বিজেপি প্রার্থী পেয়েছেন ২,৫৭৭টি ভোট। সিপিআই ও কংগ্রেসের ঝুলিতে গিয়েছে যথাক্রমে ১,৭১৭টি ভোট ও ৫৩৭টি ভোট। গত বারের তুলনায় প্রায় দু’হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন মেয়র। ভোট কমেছে বিজেপির। গত নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট ছিল ৪,৯০০টি। এবারে তা কমে দাঁড়িয়েছে ২,৫৭৭।
