এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল পারদ! শীত এখনই যাচ্ছে না

এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল পারদ! শীত এখনই যাচ্ছে না

কলকাতা: ভালবাসার সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। একদিন পেরলেই প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে। মানুষ তাদের প্রিয়জন নিয়ে একান্তে সময় কাটাবার সমস্ত রকম পরিকল্পনা করে নিয়েছে। কিন্তু এই মুহূর্তে প্রেম ছাড়াও আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে। তা হল তাপমাত্রা। বিগত কয়েকদিন ধরেই রাজ্য-শহরের তাপমাত্রার ব্যাপক বদল ঘটছে। কখনও গরম, কখনও শীত, বাড়ছে রোগের প্রকোপ। এই আবহে জানা গেল, সোমবার ফের নেমেছে তাপমাত্রা, আর এবার বেশ অনেকটাই। 

আরও পড়ুন- শিক্ষক বদলির নয়া গাইডলাইন প্রকাশ, কোন দিকে বেশি নজর

এক কথায় যাকে বলে, ভালবাসার মরশুমে শীতের কামব্যাক। আবহাওয়া দফতরের তথ্য বলছে, সোমবার এক ধাক্কায় ৫ ডিগ্রি নেমেছে তাপমাত্রার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ছিল ২২ ডিগ্রি, সোমবার তা হয়েছে ১৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় আরও  কিছুটা কমবে সর্বনিম্ন তাপমাত্রা, এমন ইঙ্গিত ইতিমধ্যেই এসে গিয়েছে। তাই শীতের পোশাক যে এখনও আলমারিতে তুলে রাখার সময় আসেনি তা স্পষ্ট। আর ঠান্ডা নেই যারা ভুল করবেন তাদের কিন্তু পস্তাতে হতেই পারে। কারণ এই সময়ে ঠান্ডা লাগা ছাড়াও অন্যান্য অনেক রোগের বিস্তার লক্ষ্য করা যায়।