পরাজিত BJP প্রার্থীদের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে তুঙ্গে জল্পনা, তীব্র কটাক্ষ তৃণমূলের

পরাজিত BJP প্রার্থীদের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে তুঙ্গে জল্পনা, তীব্র কটাক্ষ তৃণমূলের

কলকাতা:  একুশের বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপি’র৷ ক্যারিশ্মা দেখাতে পারেননি অধিকাংশ তারকা প্রার্থীই৷ বিজেপি’র সেই সকল পরাজিত তারকা প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার নিয়ে এবার জল্পনা তুঙ্গে৷ তাঁদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে দাবি বিজেপি’র৷ যদিও তারকাদের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, তাঁরা নিজেরাই নাকি কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন৷ আর এই ঘটনায় বিজেপি’কে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল৷ 

আরও পড়ুন- মহকুমা শাসক থেকে মুখ্য সচিব, দীর্ঘ অভিজ্ঞাতায় সমৃদ্ধ আলাপন বন্দ্যোপাধ্যায়

বিধানসভা ভোটে বিজেপি’র বেশিরভাগ তারকা প্রার্থীই পরাজিত হয়েছেন৷ তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন শ্রাবন্তী চট্টোরাধ্যায়, পায়েল সরকার থেকে রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, তনুশ্রী চক্রবর্তী মতো তারকারা৷ ফল প্রকাশের এক মাস কাটার আগেই সেই সকল পরাজিত তারকা প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা আপাতত তুলে নেওয়া হল৷ যদিও তারকাদের দাবি, তাঁরা নিজেরাই নিরাপত্তা ছেড়ে দিচ্ছেন৷ বিধানসভা ভোটের আগে বিজেপি’তে যোগ দিয়েছিলেন টলিউডের এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী৷ প্রার্থী তালিকাতেও ছিল তারকার মেলা৷ ভোটের আগে তাঁদের সকলকেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল৷ প্রচারের সময় তাঁদের চারপাশে থাকতেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ কিন্তু ভোটের ফলে কেউ দাগ কাটতে পারেননি৷ এর পরেই তাঁদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়৷ 

এ প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, ‘‘তারকা প্রার্থী ছাড়াও অনেককেই নিরাপত্তা দেওয়া হয়েছিল নির্বাচন পর্যন্ত৷  ভোট মিটে গিয়েছে৷ যাঁরা নিরাপত্তা দিয়েছিলেন, নীতিগত কারণে তারা তা তুলে নিচ্ছেন৷ প্রয়োজন ছিল বলেই নিরাপত্তা দেওয়া হয়েছিল৷ এখন প্রয়োজন নেই বলেই প্রত্যাহার করা হয়েছে৷’’ বিজেপি সূত্রে দাবি, এখন জয়ী বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে৷ তারকাদের জানানো হয়েছে, তাঁরা কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজন মনে করলে লিখিত ভাবে আবেদন জানাতে পারবেন৷ ভোটের আগে এবং ভোট চলার সময় তারকা প্রার্থীরা সিআইএসএফ-এর বেষ্টনীতে ঘুরে বেরাতেন৷ কিন্ত আজ রুদ্রনীল ঘোষকে দেখা গেল সিআইএসএফ-এর রক্ষী ছাড়াই তিনি পথে নেমেছেন৷ 

অন্যদিকে, এ বিষয়ে মন্তব্য করেননি তনুশ্রী৷  শ্রাবন্তীও কোনও প্রতিক্রিয়া জানাননি৷ তবে তাঁদের ঘনিষ্ঠ মহলের দাবি, তাঁরা এখন বাড়িতেই রয়েছেন, তাই নিরাপত্তারক্ষী ছেড়ে দিয়েছেন৷ এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি পায়েলও৷ 

অন্যদিকে এ প্রসঙ্গে খোঁচা দিতে ছাড়েননি সৌগত রায়৷ তিনি বলেন, ‘‘নিরাপত্তা দেওয়া নিয়ে অমিত শাহের মাধ্যমে যতটা পারে নোংরামি করেছে বিজেপি৷ তারকাদের নামানো হয়েছিল৷ এখন তাঁদের কাজ শেষ৷ তাই নিরাপত্তা তুলে নিচ্ছেন৷ ওঁরাও বুঝুক কত ধানে কত চান এবং বিজেপি কেমন দল৷’’     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − sixteen =