ভিতরে টাকা গুণছে ED, বাইরে সংজ্ঞা হারালেন খান পরিবারের এক মহিলা

ভিতরে টাকা গুণছে ED, বাইরে সংজ্ঞা হারালেন খান পরিবারের এক মহিলা

কলকাতা: সাত সকালেই গার্ডেন রিচের পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি৷ ভিতরে তলছে তল্লাশি৷ বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী৷ খাটের তলা থেকে উদ্ধার হচ্ছে থরে থরে সাজানো একের পর এক টাকার প্যাকেট৷ ভিতরে ঢোকার অনুমতি নেই কারও৷  নিষেধাজ্ঞা সত্ত্বেও ভিতরে ঢুকতে চান এক মহিলা৷ স্বভাবতই নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়তে হয় তাঁকে৷ এরই মধ্যে সংজ্ঞা হারান আমির খানের পরিবারের ওই মহিলা৷ 

আরও পড়ুন- সকাল থেকে তল্লাশি, গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে ১১ কোটি উদ্ধার করল ইডি!

এদিন গোয়েন্দাদের তল্লাশি অভিযানের মধ্যেই ভিতরে ঢুকতে গিয়েছিলেন ওই মহিলা। নিরাপত্তাবাহিনীর বাধার মুখে পড়তেই ঘাবড়ে যান৷ দরদর করে ঘামতে থাকেন৷ সাংবাদিকদের ক্যামেরা তখন তাঁর দিকে। ওই মহিলাকে রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছিল৷ আমতা-আমতা করে কিছু বলার চেষ্টা করছিলেন। এরই মধ্যে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তার চোখে-মুখে জলের ছিটে দেওয়া হয়৷ জ্ঞান ফেরার পর বাড়িতে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে৷  

শনিবার গার্ডেরনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ি ও অফিসে হানা দিয়ে ১১ কোটি নগদ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ টাকা গুণতে সাহায্য নেওয়া হয় সেস্ট ব্যাঙ্কের কর্মীদের৷ তল্লাশির  সময় নিজের বাড়ির এই পরিবেশ দেখে ঘাবড়ে যান ওই মহিলা। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 7 =