মেয়ের বিয়ের গয়না নিয়ে প্রেমিকের হাত ধরে পালাল মা!

মেয়ের বিয়ের গয়না নিয়ে প্রেমিকের হাত ধরে পালাল মা!

তমলুক: ছেলে-মেয়ে স্বামী নিয়ে ভরা সংসার তাঁর৷ স্বামীর উপার্জনও মন্দ নয়৷ বেশ ভালই দিন কাটছিল তাঁদের৷ কিন্তু, স্বামীর ঘরে কিছুতেই মন টিকছিল না তাঁর৷ তাই তো চোখে তাঁর নতুন সংসারের স্বপ্ন নিয়ে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন বধূ৷ ৷  

আরও পড়ুন- ২১ জুলাই নিয়ে ভিডিও বার্তা মমতার, ২১-র অর্থ বোঝালেন নেত্রী

মঙ্গলবার প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালান  তমলুকের সাউতানচকের বাসিন্দা দুই সন্তানের মা। তাঁর বড় ছেলে দশম শ্রেণির ছাত্র৷ মেয়ে পড়ে  ক্লাস এইটে৷ মেয়ের বিয়ের জন্য অল্প অল্প করে এখন থেকেই গয়না বানিয়ে রেখেছিলেন তাঁর স্বামী৷ সেই গয়না নিয়েই পালাল মা৷ এখানেই শেষ নয়, সঙ্গে নিয়ে গেলেন টাকা ভর্তি জোড়া লক্ষ্মীর ভাঁড় আর নগদ টাকা৷ সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা বগলদাবা করে স্বামীর ঘর ছেড়ে পালালেন ওই মহিলা৷ 

জানা গিয়েছে, স্বনির্ভর গোষ্ঠী থেকে দেড় লক্ষ টাকা ঋণ নিয়েছিল তাঁর স্বামীর পরিবার। সেই টাকাটা ছিল ওই মহিলার কাছেই। সেটাও নিয়ে গিয়েছেন তিনি৷ এখন গোষ্ঠীর লোক এসে তাঁর স্বামীর কাছে টাকা চাইছে। অগত্যা স্ত্রীর খোঁজ পেতে তমলুক থানার দ্বারস্থ হন অসহায় স্বামী। মঙ্গলবার রাত পর্যন্ত ওই মহিলা ও তাঁর প্রেমিকের কোনও খোঁজ পায়নি পুলিশ। শুধু জানা গিয়েছে, তাঁর প্রেমিকের বাড়ি ময়নায়৷ তিনিও বিবাহিত। দু’জনের খোঁজেই তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন থানার আইসি অরূপ সরকার৷ 

ঘটনার সূত্রপাত বছর দেড়েক আগে৷ তমলুক-শ্রীরামপুর রোডে সাউতানচকে একটি হোটেল তৈরি করেন ওই মহিলার স্বামী। ব্যবসা চালাতেন দু’জনে মিলে। হোটেল সামলানোর পাশাপাশি কাঠের কাজও করতেন তিনি৷ সেই কাজেই বিভিন্ন জায়গায় যেতে হত তাঁকে৷ তখন একার হাতেই হোটেল সামলাতেন তাঁর স্ত্রী। এদিকে, তাঁদের ওই হোটেলেই খেতে আসতেন ময়না থানার খেজুরতলা এলাকার ওই যুবক। সেখান থেকেই দু’জনের আলাপ-পরিচয় এবং প্রেম। আর তারপরেই এই কীর্তি৷