স্বামী টাকা দেন না মাসের পর মাস, ৩ সন্তানকে নিয়ে বিষপান মহিলার

স্বামী টাকা দেন না মাসের পর মাস, ৩ সন্তানকে নিয়ে বিষপান মহিলার

বোলপুর: আর্থিক কষ্ট যে কী করতে পারে তার সাম্প্রতিক নিদর্শন এটি। তিন সন্তানকে নিয়ে বিষ পান করলেন এক মহিলা। দুই কন্যাসন্তানের মৃত্যু হয়েছে। পুত্রসন্তান এবং ওই মহিলার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে খবর। ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহারের কালীনগরে। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ওই দু’জন। মহিলার স্বামীর বিরুদ্ধে গর্জে উঠেছে স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন- ‘‘নেতারা সব নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত’, বিপ্লব ইস্তফা দিতেই খোঁচা কুণালের

ঘটনা কী? জানা গিয়েছে, ওই মহিলার স্বামী কর্মসূত্রে দুবাইয়ে থাকেন। কিন্তু বিগত ৬ মাস ধরে তিনি কোনও টাকাই পাঠাননি স্ত্রী’কে। তাই সন্তানদের নিয়ে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল ওই মহিলাকে। স্থানীয়দের দাবি, প্রায় দিনই ফোনে দু’জনের ঝগড়া হত। কিন্তু কিছুতেই ওই ব্যক্তি টাকা পাঠাতে চাইত না। এদিনও ফোনে দু’জনের ঝামেলা হয় এবং তারপরেই এই ঘটনা ঘটে। ওই মহিলার ভাইয়ের দাবি, টাকা ধার করে স্বামীকে দুবাইয়ে পাঠানোর ব্যবস্থা করেছিলেন তাঁর দিদি। কিন্তু দুবাইয়ে যাওয়ার পর থেকেই কোনও যোগাযোগ রাখতেন না তিনি। সে কারণে দিদি ও তাঁর স্বামীর মধ্যে দাম্পত্য অশান্তি লেগেই থাকত।

আরও জানা গিয়েছে, এদিন ঝগড়ার সময় দিদির সঙ্গে ছিল ভাইও। সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই তিন সন্তানদের নিয়ে বিষ খায় ওই মহিলা। ভাই পরে বাড়ি ফিরে এসে তাদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করে এবং তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই দু’জনের মৃত্যু হয়। ওই মহিলার বাপের বাড়ির লোকজন তাঁর স্বামীর কড়া শাস্তি দাবি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =