ফের শহরে জামতারা গ্যাংয়ের খোঁজ, লক্ষাধিক টাকা খোয়ালেন বাগুইআটির মহিলা

ফের শহরে জামতারা গ্যাংয়ের খোঁজ, লক্ষাধিক টাকা খোয়ালেন বাগুইআটির মহিলা

 

কলকাতা: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই প্রতারককে পাকড়াও করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বাগুইআটি এলাকার বাসিন্দা অনুস্মিতা বাউল বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ করে জানান যে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফ থেকে তার কাছে একটি এসএমএস আসে , যেখানে জানানো হয় সেই ব্যাংকে তাঁর অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। সেই ব্লক খুলতে একটি লিংকে ক্লিক করতে হবে। সেই অনুযায়ী তিনি লিংকে ক্লিক করলেই তিন ভাগে তার একাউন্ট থেকে ১ লক্ষ ২৮ হাজার ৪৬৯ টাকা উধাও হয়ে যায়। সেই ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

তদন্তে নেমে শনিবার রাতে বিধাননগর সাইবার থানার পুলিশ ভাটপাড়া এলাকায় হানা দেয়। সেখান থেকে সুরাজ দাস ও বিকাশ শাহকে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই দুই ধৃত জামতারা গ্যাংয়ের সদস্য৷ তাঁরা সংশ্লিষ্ট লিঙ্কের সাহায্যে গ্রাহকের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতারণার চক্রকে সাহায্য করতো। আজ ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই দুজনের সঙ্গে জামতারা গ্যাংয়ের যোগ কার মাধ্যম দিয়ে তা খতিয়ে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 4 =