কবে থেকে মিলবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’- প্রকল্পের টাকা? জানিয়ে দিল নবান্ন

কবে থেকে মিলবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’- প্রকল্পের টাকা? জানিয়ে দিল নবান্ন

 

কলকাতা: ১৬ সেপ্টেম্বর ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প শেষ হয়ে গিয়েছে৷ জোড় কদমে চলছে আবেদন খতিয়ে দেখার কাজ৷ দ্রুত সেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ নবান্ন সূত্রে খবর, পুজোর আগেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা পেয়ে যাবেন রাজ্যের মহিলারা৷

আরও পড়ুন- ঘর শত্রু বিভীষণদের দাপটে অনাস্থায় হেরে বিজেপির হাত ছাড়া পঞ্চায়েত

জানা গিয়েছে, দুয়ারে সরকার শিবিরে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য৷ এর পরেই রয়েছে স্বাস্থ্যসাথী৷ পাশাপাশি ‘খাদ্যসাথী’ ও ‘কাস্ট সার্টিফিকেটে’র জন্যেও বহু আবেদন জমা পড়েছে৷ রাজ্য জুড়ে মোট ৯২ হাজার ৪৮টি শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ তবে এর মধ্যে ৯১ হাজার ৯০৩টি শিবির করা সম্ভব হয়েছে৷ এই সকল শিবিরে নাম লিখিয়েছেন ৩ কোটি ৫৮ লক্ষ ৭৪ হাজার ৭৯১ জন৷ এর মধ্যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জমা পড়েছে ১ কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার ৩৬৮টি আবেদন৷     

উল্লেখ্য এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন রাজ্যের মহিলারা৷ তফশিলি জাতি-উপজাতির মহিলারা ১০০০ টাকা এবং বাকিরা ৫০০ টাকা করে পাবেন৷ তবে যাঁরা আবেদন করেছেন তাঁদের সকলের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি৷ ফলে অনেকেই ভাবছেন, কবে টাকা মিলবে৷ এদিকে সামনেই পুজো৷ পুজোর আগেই যাতে আবেদনকারী মহিলারা টাকা পেয়ে যান, সেই ব্যবস্থা করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- ভোটে পরাজয়ের কারণ খোঁজার বৈঠকে হামলা, অস্বস্তিতে গেরুয়া শিবির

প্রসঙ্গত, আবেদনপত্র জমা দেওয়ার পর থেকেই আবেদন খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে৷ সেই কাজই আরও ত্বরাণ্বিত করার নির্দেশ দেওয়া হল৷ এই বার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রথম চালু হল৷ তাই আবেদনের পরিমাণও সবচেয়ে বেশি৷     

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 9 =