কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন তিনি৷ জানা গিয়েছে, শীর্ষ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছেন রাজভবনের ওই মহিলা কর্মী। তাঁর এই পদক্ষেপ রাজ্য-রাজভবন সংঘাতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য,বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাই কোর্টে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল।
রাজভবনের ওই অস্থায়ী মহিলা কর্মী বাংলার সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। কিন্তু সংবিধানের ৩৬১ ধারায় কিছু আইনি রক্ষাকবচ পান রাজ্যপাল। সেই রক্ষাকবচের জন্যেই, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা যায়নি। তবে এসবের মধ্যেও প্রাথমিকভাবে অনুসন্ধান চালিয়েছিল কলকাতা পুলিশ।