কলকাতা: প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার। বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে খবর। শেষে ক’দিন শহর কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে সোমবার বিকেলে জীবন যুদ্ধে হার মানতে হল তাঁকে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার সাহিত্য মহলে। হাসপাতাল সূত্রের খবর, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে মূলত হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সিওপিডি সমস্যা আগেই ছিল তাঁর, পরে শ্বাসযন্ত্রের সমস্যা বাড়ে।
গোয়েন্দা চরিত্র অর্জুনের স্রষ্টা ছিলেন তিনি। এছাড়া তাঁর ট্রিলজি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতির অধিকারী করেছে। পাশাপাশি তিনি লিখেছেন, সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজাড়, দায়বন্ধন, আগুনবেলা সহ আরও অনেক উপন্যাস। অসামান্য লেখার জন্য ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমী পুরস্কার, বঙ্কিম পুরস্কার জয় করেছেন তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”হাজিরা দিতে এসে কবিগুরুর কবিতাপাঠ করলেন পার্থ চট্টোপাধ্যায়! Partha Chatterjee in different mood” width=”789″>
১৯৪২ সালের ১০ মার্চ উত্তরবঙ্গের গয়রাকাটায় জন্মগ্রহণ করেছিলেন একাধিক কালজয়ী উপন্যাসের লেখক। জলপাইগুড়ি জেলা স্কুল থেকে প্রাথমিক পড়াশুনার পর তিনি কলকাতা চলে আসেন ১৯৬০ সাল নাগাদ। তারপর থেকে ধীরে ধীরে সাহিত্য জগতে নিজের পরিচিতি প্রমাণ করতে থাকেন তিনি। তবে সমরেশ মজুমদার তাঁর তাঁর লেখনী গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। ছোটগল্প, ভ্রমণকাহিনি থেকে গোয়েন্দাকাহিনি, কিশোর উপন্যাস সবই উপহার দিয়েছেন।