বহরমপুর: বাংলায় ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করলেন, বাংলার এখন যা পরিস্থিতি ঠিক সেই অবস্থা ৭ বছর আগে উত্তরপ্রদেশেরও ছিল। কিন্তু বিগত বছরগুলিতে সে রাজ্যে কোনও হিংসার ঘটনা ঘটেনি। এদিন বহরমপুরে বিজেপি প্রার্থী ডঃ নির্মল কুমার সাহার সমর্থনে আসেন আদিত্যনাথ।
সেখান থেকে রামনবমীর ঘটনা নিয়ে সুর চড়ান তিনি৷ বলেন, “আমরা উঠি-বসি-ঘুমাই রাম নাম করে। মঙ্গল কাজ করার আগে রামপাঠ করি। শেষকৃত্যের সময়ও রাম নাম পাঠ হয়। আবার বাংলার মতো বড় করে দুর্গাপুজোও হয়। বড়-বড় প্যান্ডেল হয়। কোনওদিন রাম নবমীতে উত্তর প্রদেশে অশান্তি হয় না। বাংলায় কেন অশান্তি হয়? সরকার উত্তর দিকে? অভিযুক্তদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না? এটা যদি উত্তর প্রদেশে হত উল্টো করে ঝুলিয়ে আমি ঠিক করে দিতাম। ওদের সাত প্রজন্ম ভুলে যেত। আর অশান্তি করত না।” একইসঙ্গে যোগী বলেন, “বাংলা এখন চক্রান্তের শিকার। কংগ্রেস বা তৃণমূল এরা দুজনই একই থালার এ পিঠ ও পিঠ। দুজনই বাংলাকে লোটে। এরা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে। এখন বাংলা উন্নতির থেকে অনেক দূরে”৷