কলকাতা: সকাল সকাল পিঠে ঝোলা চাপিয়ে অফিসের পথে রওনা দেন লক্ষ লক্ষ মানুষ৷ কেউ আবার বেরিয়ে পড়েন ব্যবসা বাণিজ্যের তাগিদে৷ নিত্য দিনের এই সফরে অধিকাংশের সারথি রেল গাড়ি৷ সকাল থেকেই লোকাল ট্রেনে তাই বাদুর ঝোলা ভিড়৷ এর ফাঁকে থাকেন ভ্রমণার্থীরাও৷ তবে লোকাল ট্রেনে চড়ার আগে অধিকাংশ যাত্রীই সময় বাঁচাতে কেটে ফেলেন রিটার্ন টিকিট৷ এতে কিছু সুবিধাও রয়েছে৷ রিটার্ন কাটা থাকলে যেমন বারবার টিকিট কাউন্টারের বাইরে লম্বা লাইনে বারবার দাঁড়াতে হয় না, তেমনই রিটার্ন টিকিটে ওই দিনের মধ্যে একাধিকবার যাতায়াতও করা যায়। তবে জানেন কি, একবার রিটার্ন টিকিট কেটে দুইদিন যাতায়াত করা সম্ভব? আপনিও যদি লোকাল ট্রেনের নিত্যযাত্রী হন, তাহলে রিটার্ন টিকিট সম্পর্কে এই তথ্যগুলি জেনে নিন। এতে আপনারই লাভ৷
ভাবছেন তো, কী ভাবে এক টিকিটে দু’দিন সফর করা সম্ভব? আসলে রেলের নিজস্ব কিছু নিয়ম রয়েছে৷ যেগুলি সম্পর্কে সাধারণ মানুষ খুব বেশি অবগত নয়৷ যেমন- দক্ষিণ-পূর্ব রেলওয়ের তথ্য় অনুযায়ী, আপনি যদি নির্দিষ্ট কোনও স্টেশন থেকে গন্তব্য পর্যন্ত রিটার্ন টিকিট কাটেন, তাহলে এক টিকিটে যেমন গন্তব্যেও যেতে পারবেন, আবার সেখান থেকে ফিরেও আসতে পারেন। কিন্তু পরের দিন রবিবার বা ছুটির দিন থাকলে সেই দিনটির পরের ‘ওয়ার্কিং ডে’ বা কর্মদিবস পর্যন্ত রিটার্ন টিকিটটি কার্যকর থাকবে। অর্থাৎ সোমবার বা ছুটির পরেরদিন পর্যন্ত এই টিকিট প্রযোজ্য থাকবে।
সব রুটেই কি মিলবে এই সুবিধা?
না সব রুটে এই সুবিধা মিলবে না৷ দক্ষিণ-পূর্ব রেলওয়ে জানাচ্ছে, হাওড়া-খড়্গপুর-মেদিনীপুর সেকশনে এই রিটার্ন টিকিটের সুবিধা রয়েছে। এছাড়া পাঁশকুড়া, হলদিয়া ও সাঁতরাগাছি-বরগাছিয়া সেকশনেও রিটার্ন টিকিটের সুবিধা মিলবে৷
রেলের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র রবিবারের ছুটির দিন নয়, রিটার্ন টিকিটের বাড়তি সুবিধা পাওয়া যায় রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের ঘোষিত ছুটির দিনগুলির পরেরদিন মধ্যরাত পর্যন্ত রিটার্ন টিকিট দিয়ে ফেরা যাবে। যেমন ধরুন, আপনি যদি কালীপুজোর আগেরদিন রিটার্ন টিকিট কাটেন, তবে কালীপুজোর পরেরদিন মধ্য রাত পর্যন্ত সেই রিটার্ন টিকিট কার্যকর থাকবে৷