নিজস্ব প্রতিনিধি: হরিদেবপুরে তরুণী খুনের পাশাপাশি বিক্রমগড়ে যুবকের আত্মহত্যা। জোড়া ঘটনায় স্তম্ভিত শহরবাসী। বেহিসেবি জীবনযাপনের পরিণতি কি হতে পারে এতেই তা স্পষ্ট। অতিরিক্ত উপার্জনের জন্য স্বামীর অজান্তে ডালিয়া চক্রবর্তী নামে খুন হওয়া তরুণী ‘এসকর্ট সার্ভিসে’র সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রে তাঁর সঙ্গে আলাপ হয় অরুণাভ নামে এক যুবকের সঙ্গে। অরুণাভ একটা সময় ডালিয়ার এজেন্ট হিসেবে কাজ করা শুরু করেন। কিন্তু অর্থের ভাগবাঁটোয়ারা নিয়ে বচসার জেরেই ডালিয়াকে খুন করেছে অরুণাভ। একজনের সাহায্য নিয়ে খুন করেছে সে। এমনটাই জানিয়েছে পুলিশ।
এছাড়া মঙ্গলবার দোলের দিন গল্ফগ্রিন থানা এলাকার বিক্রমগড়ে একটি ফ্ল্যাটের ভিতর থেকে রক্তাক্ত তরুণীকে উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে ওই ফ্ল্যাটের আরেকটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। তরুণীর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে। মৃত যুবকের নাম লিটন দাস। তিনি দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়ায় থাকতেন। গত দু বছরের বেশি সময় ধরে বিক্রমগড়ের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই তরুণীর ১৪ বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু গত তিন বছর ধরে তিনি লিটনের সঙ্গেই লিভ ইন করতেন। তরুণীর এক ছেলে রয়েছে। তরুণী জানিয়েছেন কোনও একটি বিষয় নিয়ে সোমবার লিটনের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ মত্ত অবস্থায় লিটন তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। এরপর নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন লিটন।
সকলেরই মনে থাকার কথা টলিপাড়ার অন্যতম নামী অভিনেত্রী পল্লবী দে’র রহস্য-মৃত্যুর ঘটনা। তিনিও লিভ ইন করতেন। আর সম্পর্কের জটিলতার কারণেই অকাল মৃত্যু হয়েছে তাঁর। আজ থেকে দশ বছর আগেও কোনও যুগল লিভ টুগেদার করলে বেশিরভাগ মানুষ বাঁকা চোখে তাকাতেন। কিন্তু আজকের এই অত্যাধুনিক যুগে লিভ-ইন সম্পর্ক এখন বেশ স্বাভাবিক ঘটনা। চট করে সেটা দেখে কেউ অবাক হন না। কিন্তু ওয়াকিবহাল মহল মনে করে বিবাহিত জীবনের সমান হতে পারে না লিভ-ইন সম্পর্ক। সেখানে দায়িত্ববোধের সমস্যা একটা বড় আকার নেয়। আর তার থেকেই মাঝে মধ্যে ঘটে যায় এই ধরনের মর্মান্তিক ঘটনা। কিছু ব্যতিক্রমী ঘটনা বাদ দিলে লিভ ইন সম্পর্কে নানা জট-জটিলতা দেখা দেয়। সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। সেই কারণেই সম্পর্ক জনিত নানা জটিলতার কারণে অকালে ঝরে যাচ্ছে বহু প্রাণ। কিসে তাঁরা খুশি এটা অনেকেই যেন বুঝে উঠতে পারেন না। কোনও একটা অদম্য আকষর্ণের পিছনে ছুটছেন তরুণ সমাজের একাংশ। সেখানে ভবিষ্যতে কী ঘটতে পারে সেই চিন্তার যেন সময় নেই। আর তাতেই মাঝেমধ্যে ঘটে যাচ্ছে নানা অনভিপ্রেত ঘটনা।