কৃষকদের বার্ষিক ১২,০০০ টাকা আর্থিক সাহায্য সরকারের!

কৃষকদের বার্ষিক ১২,০০০ টাকা আর্থিক সাহায্য সরকারের!

3 stocks recomended

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের বার্ষিক আর্থিক সাহায্য দ্বিগুণ করার ব্যাপারে চিন্তাভাবনা করছে মোদি সরকার৷ এমনটাই খবর মিলছে সূত্র মারফত৷ এই খবর বাস্তবায়িত হলে, কৃষকরা বছরে ৬০০০ টাকার বদলে ১২০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন৷ তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ এই যোজনার পুরনো ব্যবস্থায় বেশ কিছু বদল এনেছে সরকার৷ এখন এই যোজনায় শুধু যাঁদের নামে চাষ যোগ্য জমি রয়েছে, তাঁরাই আর্থিক সাহায্য পান৷ তবে নতুন নিয়ম অনুযায়ী, পৈতৃক জমিতে অংশীদারিত্ব থাকলেও, এই যোজনার সুবিধা পাবেন কৃষকরা ৷ 

কী কী তথ্য জমা 
২০১৯ সালে এই যোজনা শুরু হওয়া পর থেকেই একাধিক গড়মিলের অভিযোগ ওঠায় সরকারের তরফে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে৷ এই যোজনায় নতুন করে রেজিস্ট্রেশনের জন্য আবেদন ফর্মে জমির প্লট নম্বর দিতে হবে৷ যোজনার সঙ্গে যুক্ত পুরনো সুবিধাভোগীদের ওপর এই নিয়ম লাগু করা হবে না ৷

 

কাদের ক্ষেত্রে প্রযোজ্য
পিএম কিষাণ সম্মান নিধির যোজনার সুবিধা পাবেন ২ হেক্টর বা ৫ একর কৃষি যোগ্য জমি থাকা কৃষকরাই ৷ কোনও কৃষক ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে এই সুবিধা পাবেন না ৷

 

কখন আসে কিস্তির টাকা
প্রত্যেক আর্থিক বছরের প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাই, দ্বিতীয় কিস্তি ১ অগস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =