বাম্পার রিটার্ন চান? বুধে পকেট ভরাতে পারে এইসব স্টক

মুম্বই: খানিকটা ঝিমিয়ে যাওয়া বাজারে ফের দেখা দিয়েছে বুলিশ ট্রেন্ড৷ উর্ধ্বমুখী শেয়ারের গ্রাফ৷ এই গতি বজায় থাকলে লগ্নিকারীদের পকেট ভরবে হু হু করে । বুধবার,…

Heritage Food stock price fall

মুম্বই: খানিকটা ঝিমিয়ে যাওয়া বাজারে ফের দেখা দিয়েছে বুলিশ ট্রেন্ড৷ উর্ধ্বমুখী শেয়ারের গ্রাফ৷ এই গতি বজায় থাকলে লগ্নিকারীদের পকেট ভরবে হু হু করে । বুধবার, কোন কোন শেয়ারে বিনিয়োগ করলে মোটা মুনাফা পাবেন? সেই হদিশ দিলেন বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, এদিন ভালো রিটার্ন আসতে পারে লার্জ ক্যাপের কোম্পানিগুলি থেকে। তবে কিছু মিডিয়াম ও স্মল ক্যাপও মাল্টিস্টকার হতে পারে৷ আজ নজরে থাকবে যে স্টকগুলি-

কোটাক ব্যাঙ্ক: এই স্টকের লাস্ট ট্রেডিং প্রাইস – ১,৮০৫.৬৫ টাকা৷ টার্গেট ও স্টপ লস যথাক্রমে- ১,৯১৫ টাকা ও ১,৭৫০ টাকা৷ দৈনিক চার্টে অবরোধকারী ত্রিভুজ প্যাটার্ন ভেঙে এগিয়ে গিয়েছে এই ব্যাঙ্কের স্টক৷ অধিকাংশ ব্রোকারেজ ফার্মগুলি এই সংস্থার শেয়ারকে বাই ক্যাটাগরিতে রেখেছে৷

মুথুট ফিন্যান্স:  লং টার্মে মুথুট ফিন্যান্সের শেয়ারে ঊর্ধ্বমুখী ট্রেন্ড দেখা যাচ্ছে৷ এই স্টকের লাস্ট ট্রেডিং প্রাইস – ১,৮৭৫ টাকা৷ এর টার্গেট প্রাইস ২,০৩০ টাকা এবং স্টপ লস রাখা হয়েছে ১,৮০৫ টাকা৷

ইউনাইটেড স্পিরিট লিমিটেড: শর্ট টার্ম ট্রেন্ডে মদের এই কোম্পানিটির স্টকে বুলিশ রিভার্সাল প্যাটার্ন দেখা গিয়েছে৷ লাস্ট ট্রেডিং প্রাইস ১,৪০৮ টাকা এবং টার্গেট প্রাইস রয়েছে ১,৪৬৫ টাকা৷ স্টপ লস রাখা হয়েছে ১,৩৭০ টাকা৷

 

টাটা পাওয়ার: শেয়ার বাজারে টাটা গোষ্ঠীর বিদ্যুৎ কোম্পানিটির স্টকের গ্রাফ উর্ধ্বমুখী৷ এই স্টকের লাস্ট ট্রেডিং প্রাইস – ৪২২ টাকা, টার্গেট প্রাইস – ৪৩৮ টাকা, স্টপ লস রাখা হয়েছে ৪১০ টাকা৷

(মনে রাখবেন : এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আজ বিকেল ডট কম কখনও কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। শেয়ার সম্পর্কে এখানে কোনো কল বা টিপ দেওয়া হয় না।)