7th Pay Commission: বেতন বৃদ্ধির ইস্যুতে অর্থমন্ত্রেকর নয়া কৌশল

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে সপ্তম বেতন কমিশনের প্রস্তাবিত বেতন বৃদ্ধির দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে কৌশলি অবস্থান নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীমন্ত্রক৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রেকর প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণণ রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, সপ্তম পে কমিশন যা প্রস্তাব করেছে সেই ২.৫৭ হারেই বেতন বদল করা হবে৷ সারা দেশে ৪৮.৪১ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীরা ৩.৬৮ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন৷

imagesmissing

7th Pay Commission: বেতন বৃদ্ধির ইস্যুতে অর্থমন্ত্রেকর নয়া কৌশল

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে সপ্তম বেতন কমিশনের প্রস্তাবিত বেতন বৃদ্ধির দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে কৌশলি অবস্থান নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীমন্ত্রক৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রেকর প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণণ রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, সপ্তম পে কমিশন যা প্রস্তাব করেছে সেই ২.৫৭ হারেই বেতন বদল করা হবে৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সারা দেশে ৪৮.৪১ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীরা ৩.৬৮ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন৷ বেসিক স্যালারি যাতে ২৬ হাজার টাকা করা হয়, তারও দাবি তোলা হয়৷ অভিযোগ, সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করছে না কেন্দ্র৷ সরকারি কর্মচারীদের এই দাবি লোসকভায় উত্থাপন করেন এক সাংসদ৷ প্রশ্ন করেন, বেসিক স্যালারির ওপর ২৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হবে? বিশেষত মেট্রো সিটি-র ক্ষেত্রে৷ এর উত্তরে জানানো হয়, ২০১৭ব-র ৬ জুলাইয়ে রেজোলিউশন অনুযায়ী এটা ইতিমধ্যেই বদল আনা হয়েছে৷ X, Y, Z ক্যাটাগরির সিটি অনুযায়ী সেটা ২৭, ১৮, ও ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ফলে, নতুন করে সপ্তম বেতন কমিশনের প্রস্তাব কার্যকর না করিয়ে দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে কৌশলী অবস্থান নিল কেন্দ্র৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *