কলকাতা: আদানি প্রীতি! কেন্দ্রের তৎপরতায় বিপুল পরিমাণ ঋণ মুকুব করা হল আদানি গোষ্ঠীর৷ টাকা দিতে না পারায় দেউলিয়া আদালতে থাকা ১০টি সংস্থার ৬১,৮৩২ কোটি টাকার বকেয়া ঋণ রফা করা হল মাত্র ১৫,৯৭৭ কোটি টাকায়৷ তেমনটা জানিয়েছে ঋণদাতা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি৷ অর্থাৎ অধিকাংশ ঋণই মকুব করা হয়েছে৷ উল্লেখ্য, বিষয় হল এই ১০টি সংস্থাই কিনেছিলে গৌতম আদানি৷ (Adani Group loan waiver)
১০ সংস্থার প্রায় ৪৫ হাজার কোটি টাকা ঋণ মকুব
রফার তথ্য তুলে ধরে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে ব্যাঙ্কের কর্মী ইউনিয়নগুলি৷ কেন্দ্রকে বিঁধতে ছাড়েননি বিরোধী শিবিরও। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র আদানি ওই সংস্থাগুলিতে টেকওভার করায় ব্যাঙ্কগুলিকে অত কম টাকা নিতে বাধ্য করা হয়েছে।’’ আদানি গোষ্ঠীর অধীনস্থ এই ১০টি ধুঁকতে থাকা সংস্থার প্রায় ৪৫ হাজার কোটি টাকা ঋণ মকুব করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ব্যাঙ্ক কর্মচারি সংগঠনের সভাপতি রাজেন নাগরের অভিযোগ, কেন্দ্রীয় সরকার সম্ভাব্য সব উপায়ে আদানি গোষ্ঠীর সাহায্য করছে। এর জন্য দেউলিয়া আইনকেও ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন-
ভারতীয় ধনীদের তালিকায় বিরাট চমক!
Business: Central government waives off ₹61,832 crore loan for 10 Adani Group companies, reducing it to ₹15,977 crore. Bank unions express dissatisfaction, opposition criticizes the move. Congress leader Jairam Ramesh calls it favoritism towards Gautam Adani. Adani Group loan waiver.