ফের ঘুরে দাঁড়ালেন আদানি! খাদ থেকে কীভাবে সূচক বৃদ্ধি? আদানির ফিরে আসা কি ক্ষনস্থায়ী?

ফের ঘুরে দাঁড়ালেন আদানি! খাদ থেকে কীভাবে সূচক বৃদ্ধি? আদানির ফিরে আসা কি ক্ষনস্থায়ী?

3 stocks recomended

মুম্বই: মনে করা হয়েছিল ঋণের দায়ভার ব্যাঙ্কের উপর চাপিয়ে তিনিও হয়ত নীরব মোদী বা বিজয়া মাল্যের মতো বিদেশে পালাবেন রাতারাতি। না, গৌতম আদানি পালাননি এখনও। সম্ভাবনাকে ভুল প্রমাণ করেই আদানি ফিরলেন। কারণ দুই দিনে আদানী এন্টারপ্রাইজের শেয়ার সূচক হু হু করে বেড়েছে। হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর যেভাবে আদানি গোষ্ঠীর শেযার দর পড়তে শুরু করেছিল,  দুই দিনে সেই ঘাটতি পূরণ হয়েছে অনেকটাই। তথ্য বলছে, ২ দিনে আদানি এন্টারপ্রাইজের দর ১২ শতাংশ বেড়েছে৷ যেখানে শেয়ার দর ৩ হাজার টাকা থেকে কমে ১১০০ টাকা হয়৷  সেখানে মাত্রা দুই দিনে শেয়ার দর বেড়ে ২০০০ টাকা হয়েছে৷

 

শেয়ারের তেজি ছবি সামনে আসার পরই আদানি গোষ্ঠী সোশ্যাল মিডিয়া জানান দেয় একেবারে সিনেমার নায়কের মতো। আদানি গোষ্ঠী চার শব্দের কথা- Adani Back on Track। কিন্তু কীভাবে শেয়ার সাম্রাজ্যে ফের নায়ক হলেন আদানি?

 

বিপদে আদানির রক্ষক কে?  
•    ৭ ফেব্রুয়ারি আমেরিকার অ্যানালিস্ট ব্যাঙ্কিং সংস্থা জেপি মরগ্যান জানায়, শেয়ারের দাম পড়লেও আদানিরা বন্ড ইনডেক্সের ভিতর বাণিজ্য করতে পারে
•    আমেরিকার অর্থনৈতিক তথ্য বিশ্লেষণকারী সংস্থা জেপি মরগ্যান
•    জেপি মরগ্যানের বিবৃতি, আদানিরা এখনও সিইএমবিআই,জেএসিআই,জেইএসজির জন্য উপযুক্ত
•    সূচকের নিয়ম অনুযায়ী আদানি এখানে ব্যবসা করতে পারে
হিন্ডেনবার্গের রিপোর্টে রাতারাতি আদানির শেয়ার মুখ থুবড়ে পরে। জেপি মরগ্যানের আশ্বাসে সেই শেয়ার সূচকই উচ্চগতি পায়। মূল বিষয় হল, আদানিরা যে বাজারে ভালো মতই থাকছে তার প্রমান শেয়ারে আদানিদের তেজি-ছবি।শুধু তাই নয়, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী-
•    আদানিরা ১১০ কোটি ডলারের বিপুল ঋণ শোধ করেছে
•    ১১০ কোটি ডলার অর্থাত ৯,১৮৫ কোটি টাকার ঋণ মিটিয়েছে আদানি
আদানি গোষ্ঠীর এই উত্তরণের কারণ ঋণ শোধ করে দেওয়া প্রথম পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। হিন্ডেনবার্গের আদানিদের নিয়ে ফাঁস করা তথ্যের মধ্যে অন্যতম ছিল ঋণখেলাফি।
•    তথ্য অনুযায়ী আদানিদের ঋণের পরিমান ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা

 

যেভাবে হিন্ডেনবার্গ আদানিকে টার্গেট করেছে, ঠিক একইভাবে কলকাতা শেয়ার বাজারের দালালদের বিদ্রোহের মুখে পড়তে হয়েছিল অম্বানী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ধীরু ভাই অম্বানীকে। সেই সময়ও মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়লেও পরিস্থিতি সামলে নেন ধীর ভাই অম্বানিয মনে করা হচ্ছ, ঋণ কিছুটা শোধ করার ফলে মানুষের বিশ্বাস খানিকটা ফিরে পেয়েছেন বলে মনে করা হচ্ছে। যা আদানিকে সত্যিই হয়ত শেয়ারের পথে নতুন করে নায়ক করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *