অগ্নিবীরদের জন্য কী পদক্ষেপ করল মোদী সরকার?

দিল্লি: মোদি সরকারের বড় পদক্ষেপ। হ্যাঁ, এবার থেকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে ১০ শতাংশ পদ সংরক্ষিত হচ্ছে প্রাক্তন অগ্নিবীরদের জন্য। এখানেই শেষ নয়,…

Picsart 24 07 14 01 53 16 057 scaled

দিল্লি: মোদি সরকারের বড় পদক্ষেপ।

হ্যাঁ, এবার থেকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে ১০ শতাংশ পদ সংরক্ষিত হচ্ছে প্রাক্তন অগ্নিবীরদের জন্য। এখানেই শেষ নয়, এই অগ্নিবারদের সরকার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সদর দফতরের শারীরিক দক্ষতা পরীক্ষায়ও ছাড় দেবে। সিআইএসএফও এই বিষয়ে সমস্ত প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সিআইএসএফ-এর ডিরেক্টর জেনারেল নীনা সিং।

এরকম গুরুত্বপূর্ণ সব খবর পেতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।