দিল্লি: মিশছে এয়ার ইন্ডিয়া-ভিস্তারা! বড় বিপদের আশঙ্কা!
দুটি সংস্থা মিশে গেলে গ্রাউন্ড স্টাফদের একটি বড় অংশ চাকরি হারাতে পারেন বলে মনে করা হচ্ছে। হ্যাঁ, এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা এয়ারলাইন্সের প্রায় ৬০০ কর্মী চাকরি হারাতে পারেন। যাঁদের চাকরি যেতে পারে তাঁরা সকলেই এয়ারলাইন্সের গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করেন। তবে, ফ্লাইং স্টাফদের কেউ তাঁদের চাকরি হারাবেন না বলে শোনা যাচ্ছে। এখন এই দুটি এয়ারলাইন্সে প্রায় ২৩ হাজার কর্মী কাজ করেন।
সূত্রের খবর, সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও এই ৬০০ কর্মীর জন্য কোনও জায়গা পাওয়া যাচ্ছে না। দুটি এয়ারলাইন্সই এই কর্মীদের টাটা গ্রুপের অন্যান্য কোম্পানিতে চাকরি দেওয়ার চেষ্টা করছে। তা সত্ত্বেও, যাঁরা নতুন কোনও জায়গায় চাকরি পাবেন না তাঁদের জন্য VRS প্রকল্প আনা হবে। সূত্রের খবর, সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে দুটি সংস্থার মিশে যাবে। এমন পরিস্থিতিতে, ছাঁটাই ঠিক কতজনের হবে তা নিয়ে জল্পনা রয়েছে। এই বিষয়ে নীরবতা পালন করেছে এয়ার ইন্ডিয়া।