অনন্ত রাধিকার বিয়েতে ভারতের উপকার?

দিল্লি: অনন্ত রাধিকার বিয়ে। খরচ করল আম্বানিরা। আর লাভবান কিনা ভারতের অর্থনীতি? কী করে? রিপোর্ট বলছে, ৪-৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে অনন্ত-রাধিকার বিয়েতে। আম…

Picsart 24 07 16 01 04 50 204

দিল্লি: অনন্ত রাধিকার বিয়ে। খরচ করল আম্বানিরা। আর লাভবান কিনা ভারতের অর্থনীতি? কী করে?

রিপোর্ট বলছে, ৪-৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে অনন্ত-রাধিকার বিয়েতে। আম আদমির কাছে বিশাল কিছু মনে হলেও খাস আদমিদের কাছে এই টাকা কিছুই নয়। ফোর্বসের রিপোর্ট বলছে, এই বিপুল খরচ অম্বানি পরিবারের মোট সম্পদের মাত্র ০.৫ শতাংশ। যদিও বাজার বিশেষজ্ঞরা বলছেন, এতে উপকার হয়েছে ভারতের।

এই বিয়ের অনুষ্ঠান প্রায় 6 মাস ধরে চলেছে। অম্বানি পরিবারও বিয়ের আগে দুটো প্রি-ওয়েডিং ইভেন্টের আয়োজন করেছিল। এসব কর্মসূচিতে দেশ-বিদেশের অনেক গণ্যমান্য ব্যক্তি অংশ নেন। ব্যবসা, বিনোদন, খেলাধুলা ও রাজনীতির সেলিব্রিটিরাও এতে যোগ দেন। অনন্ত এবং রাধিকার বিয়ে ব্যবসা জগতের একটা বড় ইভেন্টে পরিণত হয়েছে। এই বিয়ে সারা বিশ্বে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্তত তেমনই বলছেন বাজার বিশেষজ্ঞরা। আর কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স মতে, এতে আদতে উপকৃত হচ্ছে স্থানীয় অর্থনীতি।

এমনকি কিছুদিন আগেই ডেস্টিনেশন ওয়েডিং বিদেশে না রেখে ভারতে করার আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য ধনী ব্যক্তিদের পাশাপাশি অম্বানি পরিবারও প্রধানমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়েছে। ভারতে বিয়ের আয়োজন করেছে এই শিল্পপতি পরিবার। যার ফলে চাঙ্গা হয়েছে স্থানীয় অর্থনীতি। একইসঙ্গে এটাও মাথায় রাখতে হবে অনন্ত ও রাধিকার বিয়ের বেশিরভাগ টাকাই ভারতীয়দের পকেটে গেছে।