কলকাতা: অটল পেনশনে এবার মিলবে দ্বিগুণ টাকা৷ অটল পেনশন যোজনায় এবার থেকে মিলতে পারে ১০ হাজার টাকা৷ সুত্রের খবর, ২৩ জুলাই বাজেটে এই ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ সাধারণ মানুষের উপর স্কিমের আর্থিক প্রভাব মূল্যায়ণ করে দেখেছে কেন্দ্র সরকার৷
বাজেটের আগেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর৷ বর্তমানে এই স্কিমে অবদানের উপর ভিত্তি করে
প্রতি মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন দেওয়া হয় গ্রাহকদের৷ চলতি বছরের শুরুতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন অটল পেনশন যোজনা সাশ্রয়ী মূল্যের প্রকল্প হিসেবে ডিজাইন করা হয়েছে যাতে গ্যারান্টিযুক্ত পেনশন দেওয়া হয়৷ অটল পেনশন যোজনা স্কিম শুরু থেকে এখনও পর্যন্ত ৯.১ শতাংশ রিটার্ন দিয়েছে৷ বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে