চিলের মতো ছুটবে! বিশ্বের প্রথম সিএনজি বাইক আনল বাজাজ

দিল্লি: বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরবাইক আনল বাজাজ৷ দিল্লির একটি অটো শো-তে এই বাইকটি লঞ্চ করা হয়েছে৷ তবে বেনিফিট এর জায়গা হলো সিএনজি-র পাশাপাশি এই…

Picsart 24 07 05 16 36 32 499

দিল্লি: বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরবাইক আনল বাজাজ৷ দিল্লির একটি অটো শো-তে এই বাইকটি লঞ্চ করা হয়েছে৷ তবে বেনিফিট এর জায়গা হলো সিএনজি-র পাশাপাশি এই বাইক পেট্রলেও চালানো যাবে৷

বাজাজই প্রথম সংস্থা যারা সিএনজি চালিত মোটরবাইক নিয়ে এল৷ আপাতত ভারতের বাজারেই নিয়ে আসা হবে ১২৫ সিসি-র এই মোটরবাইক৷ মডেলটির নাম দেওয়া হয়েছে ফ্রিডম ১২৫৷ ভাল সাড়া পাওয়া গেলে ভারতের বাজারে সিএনজি চালিত আরও বাইকের মডেল নিয়ে আসা হবে বলেই সংস্থা সূত্রে খবর৷ ভারতের পাশাপাশি এই মোটরবাইক বিদেশেও রফতানি করার পরিকল্পনা রয়েছে বাজাজের৷

তবে বাজাজের নতুন এই বাইকের দাম এখনও জানা যায়নি৷ যদিও একটি সূত্রের খবর, ফ্রিডম ১২৫-এর দাম শুরু হতে পারে ৯৫ হাজার টাকা থেকে৷

এরকম গুরুত্বপূর্ণ সব খবর পেতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর
বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *