দিল্লি: বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরবাইক আনল বাজাজ৷ দিল্লির একটি অটো শো-তে এই বাইকটি লঞ্চ করা হয়েছে৷ তবে বেনিফিট এর জায়গা হলো সিএনজি-র পাশাপাশি এই বাইক পেট্রলেও চালানো যাবে৷
বাজাজই প্রথম সংস্থা যারা সিএনজি চালিত মোটরবাইক নিয়ে এল৷ আপাতত ভারতের বাজারেই নিয়ে আসা হবে ১২৫ সিসি-র এই মোটরবাইক৷ মডেলটির নাম দেওয়া হয়েছে ফ্রিডম ১২৫৷ ভাল সাড়া পাওয়া গেলে ভারতের বাজারে সিএনজি চালিত আরও বাইকের মডেল নিয়ে আসা হবে বলেই সংস্থা সূত্রে খবর৷ ভারতের পাশাপাশি এই মোটরবাইক বিদেশেও রফতানি করার পরিকল্পনা রয়েছে বাজাজের৷
তবে বাজাজের নতুন এই বাইকের দাম এখনও জানা যায়নি৷ যদিও একটি সূত্রের খবর, ফ্রিডম ১২৫-এর দাম শুরু হতে পারে ৯৫ হাজার টাকা থেকে৷
এরকম গুরুত্বপূর্ণ সব খবর পেতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর
বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।