সাবধান! ব্যবসা টালে তুলছে জনপ্রিয় এই টেলিকম সংস্থা

সাবধান! ব্যবসা টালে তুলছে জনপ্রিয় এই টেলিকম সংস্থা

3 stocks recomended

নয়াদিল্লি: ভারতে প্রচলিত টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম ভোডাফোন৷ বর্তমানে এই সংস্থা আদিত্য বিড়লা গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদান করছে৷ গ্রাহকের সংখ্যাও কয়েক কোটি৷ তবে কেন্দ্রীয় সরকারের জারি করা একাধিক বিধির চাপে এই সংস্থা আর কতদিন ভারতে পরিষেবা দিতে পারবে তা নিয়ে বর্তমানে সংশয় দেখা দিচ্ছে৷

গত বছর অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট টেলিকম শিল্পের বিরুদ্ধে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) মামলায় একটি রায় ঘোষণা করে৷ ওই রায়ে অন্যান্য টেলিকম সংস্থাগুলির মতো অক্ষুন্ন হয় ভোডাফোন আইডিয়া লিমিটেড৷ ওই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জও জানানো হয়৷ সুপ্রিম কোর্ট টেলিকম সংস্থাগুলির মোট আয়ের ব্যাপারে সরকারের বক্তব্যকে অপরিবর্তিত রেখে জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে পূর্বের যাবতীয় পাওনা সরকারকে পরিশোধ করতে নির্দেশ দেয়৷ আর তাতেই বিপাকে পড়েছে ফোডাফোন৷

সূত্রের খবর, এসবিআইয়ের কাছে ভোডাফোনের ঋণের পরিমাণ ১১২০০কোটি টাকা৷ ইন্ডাস ব্যাংক তাদের ঋণের পরিমাণ ৩ হাজার কোটি টাকা৷ ১৭ হাজার কোটি টাকা ঋণ আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছে৷ এইচডিএফসি ব্যাংকের কাছে তাদের ঋণ ৫০০ কোটি টাকা৷ এছাড়াও তারা ঋণ নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা থেকেও৷ ভোডাফোনের দাবি, কয়েকটি প্রতিষ্ঠান তাদের ঋণ কিছুটা লাঘব করেছে৷ তবে, সমস্যা মিটেনি৷ এই বিষয়ে আগেও কেন্দ্রের সহযোগিতা চেয়েছে এই সংস্থা৷ কিন্তু, সরকারের তরফে কিছুটা ছাড় দেওয়া হলেও ব্যবসা চালাতে সমস্যা বাড়ছে বলেও জানিয়েছে এই টেলিকম সংস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *