অস্থির স্টক বাজার! দালাল স্ট্রিটে ট্রেডিংয়ের আগে নজর রাখুন এই পাঁচ শেয়ারে

কলকাতা: শেয়ার বাজারে চলছে উত্থান-পতনের খেলা। স্টকে রয়েছে অস্থিরতা৷ তবে তারই মাঝে বাম্পার রিটার্ন মিলতে পারে এই পাঁচ শেয়ারে৷   টাটা কনজিউমার: ১,১০০ টাকায় বিক্রি হওয়া…

share4

কলকাতা: শেয়ার বাজারে চলছে উত্থান-পতনের খেলা। স্টকে রয়েছে অস্থিরতা৷ তবে তারই মাঝে বাম্পার রিটার্ন মিলতে পারে এই পাঁচ শেয়ারে৷

 

টাটা কনজিউমার: ১,১০০ টাকায় বিক্রি হওয়া টাটা কনজিউমারের শেয়ারের দাম উঠতে পারে ১,১৪৫ টাকা৷ যার স্টপ লস ১,০৭৫ টাকা ধার্য করা হয়েছে। লম্বা সময়ের জন্য যাঁরা বিনিয়োগ করতে চান, এই শেয়ার তাঁদের দুর্দান্ত মুনাফা দেবে বলেই দাবি বিশেষজ্ঞদের।

 

জেএসডব্লু স্টিল: চলতি সপ্তাহের শুরু থেকেই ইস্পাত সংস্থা জেএসডব্লু স্টিলের স্টকে দেখা দিয়েছে বুলিশ ট্রেন্ড। জেএসডব্লু স্টিলের শেয়ার কিনতে ধার্য করা হয়েছে ৮৮৬.৪০ টাকা। এর টার্গেট ও স্টপ লস যথাক্রমে ৯২০ টাকা ও ৮৬৮ টাকা সেট করেছে ব্রোকারেজ ফার্ম।

 

এইচডিএফসি লাইফ ইনস্যুয়েরেন্স: দাম বাড়তে পারে এইচডিএফসি লাইফ ইনস্যুয়েরেন্সের শেয়ারের৷ ৫৬৭ টাকা থেকে দাম পৌঁছতে পারে ৫৯০ টাকায়। শর্ট টার্ম লগ্নির ক্ষেত্রে এই স্টকটি নজরে রাখতে পারেন। এর স্টপ লস ৫৫৬ টাকা৷

 

হ্যাল: প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী রাষ্ট্রায়ত্ত এই সংস্থার লাভের অঙ্ক বেড়ে ৫২ শতাংশ হয়েছে৷ গত এক বছরে হ্যালের মুনাফা ৪,৩০৮ কোটি টাকা।  তাই এঅ সংস্থার শেয়ারকে বাই ক্যাটেগরিতে রেখেছেন বিশেষজ্ঞরা। ৪,৬৩৮ টাকায় মিলছে এর প্রতিটা স্টক।

 

ভোডাফোন আইডিয়া: গত বছরের তুলনায় এই বছর ভোডাফোনের লোকসান অনেকটাই বেড়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এই টেলিকম কোম্পানির ক্ষতির পরিমাণ ৭,৬৬৬ কোটি টাকা।  এর শেয়ারের দরের দেখা দিয়েছে পতন৷ দাম মাত্র ১৩ টাকা৷  তবে এই স্টকের ঘুরে দাঁড়ানোর সম্ভবনাও রয়েছে৷ ভোডাফোনের স্টক কিনতে শুরু হয়েছে হুড়োহুড়ি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *