দিল্লি: এয়ারটেলে সাইবার অ্যাটাক? এয়ারটেল গ্রাহকদের তথ্য কি এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে? এমনটাই দাবি করা হয়েছে এক হ্যাকারের তরফে।
প্রায় ৩৮ কোটি এয়ারটেল ব্যবহারকারীর তথ্য যা তিনি চুরি করেছেন সংস্থার সার্ভার থেকে এবং সেগুলি এখন খোলাবাজারে বিক্রি করা হবে। এই দাবি ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসল এয়ারটেল। ভারতীয় এয়ারটেলের তরফে দাবি করা হয়েছে, তাঁদের তথ্যভাণ্ডারে কোনও হ্যাকার হানা হয়নি। এয়ারটেল গ্রাহকদের তথ্য কোনওভাবে চুরি যায়নি বলে দাবি করেছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাটি।ভারতের অন্যতম বড় বেসরকারি টেলিকম পরিষেবাপ্রদানকারী সংস্থা এয়ারটেল। তাদের data breach হওয়া মানে বহু সংখ্যক ভারতীয়র একেবারে ব্যক্তিগত তথ্য হ্যাকারদের কবলে চলে যাওয়া। কিন্তু এরকম ঘটনা না ঘটায় গ্রাহকরা এখন স্বস্তিতে।
এরকম গুরুত্বপূর্ণ সব খবর পেতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।