সস্তায় সবজি! সুফল বাংলার কামাল

কলকাতা: সবজির দামে যখন আমজনতার মাথায় হাত, তখন সাধারণ ক্রেতাদের স্বস্তি দিচ্ছে সুফল বাংলা। তুলনামূলক সস্তা দামে বিক্রি হচ্ছে একাধিক সবজি। প্রায় 10-20 টাকা কম…

Picsart 24 07 14 01 48 16 111

কলকাতা: সবজির দামে যখন আমজনতার মাথায় হাত, তখন সাধারণ ক্রেতাদের স্বস্তি দিচ্ছে সুফল বাংলা।

তুলনামূলক সস্তা দামে বিক্রি হচ্ছে একাধিক সবজি। প্রায় 10-20 টাকা কম দামেই সুফল বাংলা থেকে সবজি কিনতে পারছেন ক্রেতারা। তালিকায় রয়েছে টমেটো থেকে শুরু করে আলু, এমনকী নানা ফল পর্যন্ত। বৃহস্পতিবার সুফল বাংলার স্টলে কেনাকাটা করতে আসা এক ব্যক্তি এই সময় ডিজিটালকে জানান, বাজারের তুলনায় এখানে দাম বেশ খানিকটা কম রয়েছে।

জানিয়ে রাখি, কলকাতায় সুফল বাংলার মোট ১৭ টি স্টল রয়েছে। বেলগাছিয়া ক্যাম্প, সন্তোষপুর, নিউ আলিপুর, আয়রনসাইড রোড, টলিগঞ্জ, মানিকতলা, চারু মার্কেট, গড়িয়া মহাশশ্মান ইত্যাদি এলাকায় রয়েছে এই আউটলেট। উত্তর ২৪ পরগনাতে কেষ্টপুর, সল্ট লেক, নলবন ফুড পার্ক, নিউটাউন সুখবৃষ্টি, বনমালিপুর, বারাসত এলাকাতেও সুফল বাংলার আউটলেট রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার সামনে, সোনারপুর মাদার ডেয়ারি, কুলপিতেও রয়েছে সুফল বাংলার আউটলেট।

এরকম গুরুত্বপূর্ণ সব খবরের জন্য ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।