কত আয় বাড়ল রিলায়েন্সের? বিশাল লাভ

দিল্লি: দুর্দান্ত লাভ মুকেশ আম্বানির সংস্থার। ১১.৫ শতাংশ আয় বাড়ল রিলায়েন্সের। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের চেয়ে ১১.৫ শতাংশ আয় বৃদ্ধি হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। জিও’তে…

Picsart 24 07 06 14 03 59 796 1

দিল্লি: দুর্দান্ত লাভ মুকেশ আম্বানির সংস্থার। ১১.৫ শতাংশ আয় বাড়ল রিলায়েন্সের।

গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের চেয়ে ১১.৫ শতাংশ আয় বৃদ্ধি হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। জিও’তে রেকর্ড লাভ। মোট আয় দাঁড়িয়েছে ২.৫৮ লক্ষ কোটি টাকা। শনিবার ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের হিসাব পেশ করে এমনটাই জানাল আরআইএল।

নতুন ৩৩১টি স্টোর খুলেছে রিলায়েন্স রিটেল। বর্তমানে মোট স্টোরের সংখ্যা ১৮,৯১৮। ৮১.৩ মিলিয়ন বর্গফুট এলাকায় কাজ চলছে।

(মনে রাখবেন এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসেবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আজ বিকেল ডট কম কখনো কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। শেয়ার সম্পর্কে এখানে কোনো কল বা টিপ দেওয়া হয় না।)