সুদের হার কমানোর দাবি বণিকসভার

মুম্বই: রিজার্ভ ব্যাঙ্কের কাছে সুদের হার কমানোর দাবি জানালো বণিকসভা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। বণিকসভার শিল্পপতি প্রতিনিধিদের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর শক্তিকান্ত দাসের বৈঠক হয়। বৈঠকে প্রতিনিধিরা শিল্প সঙ্কট মোকাবিলায় সুদের হার কমানোর দাবি জানান। তাঁদের আরও দাবি শিল্প বিনিয়োগ বাড়াতে বাজারে মূলধনের জোগান সহজ করতে নগদ সঞ্চয়ের অনুপাত কমাতে হবে রিজার্ভ ব্যাঙ্ককে।

3 stocks recomended

সুদের হার কমানোর দাবি বণিকসভার

মুম্বই: রিজার্ভ ব্যাঙ্কের কাছে সুদের হার কমানোর দাবি জানালো বণিকসভা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। বণিকসভার শিল্পপতি প্রতিনিধিদের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর শক্তিকান্ত দাসের বৈঠক হয়। বৈঠকে প্রতিনিধিরা শিল্প সঙ্কট মোকাবিলায় সুদের হার কমানোর দাবি জানান। তাঁদের আরও দাবি শিল্প বিনিয়োগ বাড়াতে বাজারে মূলধনের জোগান সহজ করতে নগদ সঞ্চয়ের অনুপাত কমাতে হবে রিজার্ভ ব্যাঙ্ককে।

ফেব্রুয়ারিতে হতে চলেছে রিজার্ভ ব্যাঙ্কের দ্বিমাসিক আর্থিক নীতি কমিটির বৈঠক। এই কমিটির বৈঠকে ব্যাঙ্কের সুদের হার স্থির হয়। প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলের সময়ে আর্থিক নীতি কমিটি দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গুরুত্ব দিয়ে সুদের হার কমানোর দাবি খারিজ করে দেয়। এছাড়াও কর্পোরেট অনাদায়ী ঋণ বিপুল হারে বেড়ে যাওয়ায় কর্পোরেট ঋণ বিলি নিয়ে কড়া নিয়ন্ত্রণ আরোপ করে। যেসব ব্যাঙ্ক ঋণ বিলিতে নিয়ম লঙ্ঘন করেছে তাদের ঋণ বিলি বন্ধ করে দেয়। উল্লেখ্য, কর্পোরেট ঋণ নিয়ন্ত্রণ আরোপে কেন্দ্রের সঙ্গে বিরোধ হয় প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলের। কেন্দ্রের চাপে গভর্নরের পদে ইস্তফা দিয়ে সরে গেছেন উর্জিত প্যাটেল।

মোদী সরকারের বিশ্বস্ত আমলা শক্তিকান্ত দাস বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। তাঁর কাছেই এবারে ফের সুদের হার কমানো, মূলধন সুলভ করতে তার নগদ সঞ্চয়ের অনুপাত কমানোর দাবি জানিয়েছেন শিল্পপতিরা। গত আর্থিক নীতি কমিটি সুদের হার অপরিবর্তিত রাখতে রেপো রেটের হার ৬.৫% বহাল রেখেছে। সেই হার কমাতে রেপো রেট কমানোর দাবি করেছে শিল্প মহল। অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্কে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের মজুত নগদ তহবিলের ৪% জমা রাখে। এই হার কমানোর দাবি জানানো হয়েছে। এই হার কমানো হলে এতে মূলধন জোগান আরও বাড়ানো সম্ভব হবে।

এদিকে যেসব ব্যাঙ্কে ঋণ বিলি নিয়ম লঙ্ঘন করে তাদের ঋণ বিলি বন্ধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই ব্যবস্থা শিথিল করার দাবি জানানো হয়েছে। বণিকসভা জানিয়েছে, কমিটি শুধু মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জোর দিয়েছে, এই অভিমুখ পালটানো দরকার। রিজার্ভ ব্যাঙ্ক আর্থিক নীতি কমিটিকে আর্থিক বৃদ্ধিতে গুরুত্ব দিয়ে শিল্পে বিনিয়োগ বাড়াতে কড়াকড়ি আরও শিথিল করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *