EaseMyTrip Travel Utsav Sale
কলকাতা: দীপাবলির মরসুমে ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর। জনপ্রিয় অনলাইন ট্রাভেল পোর্টাল EaseMyTrip নিয়ে এসেছে তাদের বিশেষ অফার-‘ট্রাভেল উৎসব সেল’। উৎসব চলবে ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। এক সপ্তাহ জুড়ে গ্রাহকরা ফ্লাইট, হোটেল, বাস, ক্যাব এবং হলিডে প্যাকেজে পাচ্ছেন বড়সড় ছাড় ও এক্সক্লুসিভ ফেস্টিভ অফার।
এই সীমিত সময়ের সেলে অংশ নিতে গ্রাহকদের শুধু ব্যবহার করতে হবে ‘EMTUTSAV’ প্রোমো কোড, যা ইজমাইট্রিপের মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে প্রযোজ্য।
বিশেষ ব্যাংক অফার:
বুকিংয়ের সময় আরও বেশি ছাড় পেতে ব্যবহার করা যেতে পারে নির্দিষ্ট ক্রেডিট কার্ড—BOBCARD, RBL Bank, Yes Bank, AU Small Finance Bank, Punjab National Bank, IDBI Bank এবং Axis Bank Credit Card EMI। উৎসব উপলক্ষে এই কার্ডগুলির মাধ্যমে লেনদেনে থাকছে বাড়তি ছাড়ের সুবিধা।
ব্র্যান্ড পার্টনার ও এক্সট্রা রিওয়ার্ড: EaseMyTrip Travel Utsav Sale
এই দীপাবলি সেলের অংশ হিসেবে গ্রাহকরা পাবেন আরও কিছু জনপ্রিয় ব্র্যান্ডের এক্সক্লুসিভ অফার—যেমন EazyDiner, Marks & Spencer (M&S), IGP, The Man Company, Spykar, Lifelong এবং Nasher Miles।
এয়ারলাইন পার্টনারশিপ:
ফ্লাইট বুকিংয়ে অংশ নিচ্ছে একাধিক দেশি-বিদেশি এয়ারলাইন—এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশা এয়ার, এয়ার ফ্রান্স, এয়ার কানাডা, ব্রিটিশ এয়ারওয়েজ, আনেরিকান এয়ারলাইন্স, ক্যাখে পেসিফিক, সুইস, ভার্জিন আটলন্টিক-সহ আরও অনেকে।
হোটেল পার্টনারশিপ:
দেশজুড়ে বিলাসবহুল ও মধ্যমানের হোটেলেও থাকছে ছাড়ের ছড়াছড়ি। ইজমাইট্রিপের পার্টনার হোটেলগুলির মধ্যে রয়েছে—স্টারলিং, প্রাইড, ক্লাব মহিন্দ্রা, ওয়েলকাম হেরিটেজ, দা ফার্ন, নিমরানা, সায়াজি, OYO, জিনজার, ITC, রয়্যাল অর্কিড, লর্ডস, সুবা গ্রুপ, ট্রিহাউস, জোন বাই দা পার্ক-সহ আরও বহু ব্র্যান্ড।
EaseMyTrip-এর চিফ স্ট্র্যাটেজি অফিসার বিকাশ গোয়েল বলেন, “উৎসব মানে একসঙ্গে সময় কাটানো ও স্মৃতি তৈরি। ভ্রমণ সেই আনন্দেরই এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের এই ‘ট্রাভেল উৎসব সেল’-এর লক্ষ্য, সেই আনন্দকে আরও সহজ ও সাশ্রয়ী করে তোলা।”
দীপাবলির আলোয় আলোকিত হোক আপনার পরবর্তী যাত্রা-EaseMyTrip দিচ্ছে সেই সুযোগ, সাশ্রয়ে ভরপুর।
Business: EaseMyTrip launches its ‘Travel Utsav Sale’ (Oct 7-14) offering huge Diwali discounts on flights, hotels, and holiday packages. Use code ‘EMTUTSAV’ plus exclusive offers with BOBCARD, RBL, and Axis Bank EMI. Don’t miss the biggest travel savings of the festive season!










