কলকাতা: বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে তথ্যপ্রযুক্তি এবং কম্পিউটার চিপ প্রস্তুতকারী সংস্থা ইন্টেল৷ বিশ্বের অন্যতম জায়েন্ট এই সংস্থা জানিয়েছে, মোট কর্মক্ষমতার ১৫ শতাংশ ছাঁটাই করতে চলেছে তারা৷ গত বছরে ইন্টেল জানিয়েছিল তাদের সংস্থায় মোট ১,২৪,৮০০ জন কর্মী রয়েছেন। সেই হিসেব অনুযায়ী ১৮,০০০ কর্মী চাকরি হারাতে চলেছেন৷
সংস্থার তরফে জানানো হয়েছে, বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইন্টেল। সম্প্রতি প্রকাশিত ত্রৈমাসিক রিপোর্টে দেখা গিয়েছে, বিভিন্ন পণ্য ও প্রসেস টেকনোলজিতে মাইলফলক ছুঁলেও, ১.৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে সংস্থার। সেই কারণেই এই বছর ২০ বিলিয়ন ডলার অর্থাৎ ২০০ কোটি খরচ কমানোর পরিকল্পনা নিয়েছে ইন্টেল৷ যার জেরেই ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত৷ পাশাপাশি ইজরায়েলে তাদের চিপ কারখানা তৈরির কাজও আপাতত স্থগিত রাখা হচ্ছে। কারণ এই প্রজেক্টে ১৫ বিলিয়ন ডলার খরচ করতে হতো সংস্থাকে।