ফের চাঙ্গা শেয়ার! বিতর্ক কাটিয়ে ফের বিশ্বসেরা ২০ ধনকুবেরের তালিকায় গৌতম আদানি

ফের চাঙ্গা শেয়ার! বিতর্ক কাটিয়ে ফের বিশ্বসেরা ২০ ধনকুবেরের তালিকায় গৌতম আদানি

3 stocks recomended

নয়াদিল্লি: ফের বিশ্বের সেরা ২০ ধনকুবেরের তালিকায় ঢুকে পড়লেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। সংস্থার শেয়ার চাঙ্গা হতেই পুরনো মেজাজে ফিরছেন তিনি। গৌতম আদানির মোট সম্পদ প্রায় ৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পাওয়ায়, তাঁর মোট সম্পত্তি ৬৪.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স-এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে তিনি বিশ্বের ১৮তম ধনী ব্যক্তি।

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানি গ্রুপের বিভিন্ন সংস্থার শেয়ারে হু হু করে পতন ঘটতে শুরু করেছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ব বিলিওনেয়ারদের তালিকায় শীর্ষ ২০ থেকে ছিটকে যান গৌতম আদানি। 

গৌতম আদানির মোট সম্পত্তি প্রায় ১৫৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তিনি ছিলেন বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি৷  তবে, হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকে তাঁর সংস্থাগুলির শেয়ার দরে পতন ঘটতে শুরু করে। আর সেই কারণে ২০২৩ সালের শুরু থেকে শেয়ার মূল্যে প্রায় ৫৬.৪ বিলিয়ন মার্কিন ডলার হারাতে হয় তাঁকে৷ 

GQG পার্টনারদের নতুন বিনিয়োগ সহ বেশ কিছু কারণে চলতি সপ্তাহে আদানি গ্রুপের শেয়ার দ্রুত হারে বৃদ্ধি পেতে শুরু করে৷