কলকাতা: রাখি বন্ধন উৎসবে সস্তা হল সোনা। সস্তা হল রুপোও৷ ফলে আজকের দিনটা জমে উঠুক সোনা-রুপোর উপহারে৷ দোকানে যাওয়ার আগে জেনে নিন আজকের সোনা-রুপোর দর-
সোমবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৬,৬৬৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৬৬ হাজার ৬৯০ টাকা। ১০০ গ্রাম সোনার কিনতে গেলে খরচ হবে ৬ লক্ষ ৬৬ হাজার ৯০০ টাকা। রবিবারের তুলনায় আজ ১০০ টাকা সস্তা ২২ ক্যারেট৷
দাম কমেছে ২৪ ক্যারেট সোনারও৷ ১ গ্রাম সোনা কিনতে গেলে দাম পড়বে ৭,২৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৭২ হাজার ৭৬০ টাকা। ২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৭ লক্ষ ২৭ হাজার ৬০০ টাকা। গতকালের তুলনায় এখানেও দাম কমেছে ১০০ টাকা৷
সস্তা হয়েছে রুপোও৷ সোমবার ১০০ গ্রাম রুপোর কিনতে গেলে খরচ হবে ৮৫৯০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ৮৫ হাজার ৯০০ টাকা।