কলকাতা: সামনেই বিয়ের মুরশুম৷ আর সোনা ছাড়া বাঙালির বিয়ে একেবারেই মিসম্যাচ৷ কিন্তু সোনার দাম যে আকাশ ছোঁয়া! প্রায় মধ্যবিত্তের নাগালের বাইরে৷ গয়না কিনতে গিয়ে ঘাম ছুটছে ক্রেতাদের৷ কিন্তু সোনার দাম এত বাড়ছে কেন জানেন? যে সোনা আজ থেকে ২-৩ বছর আগে ৫০-৬০ হাজার টাকা ছিল, সেই সোনা কেন এখন ১ লাখ ২৫ হাজারে পৌঁছে গিয়েছে? আসলে হলুদ ধাতুর বেলাগাম মূল্য বৃদ্ধির নেপথ্যে রয়েছে আমেরিকার সরকার৷ হ্যাঁ, আমেরিকার জন্যেই ছেলে-মেয়ের বিয়ের গয়না কিনতে গিয়ে এমন নাকাল হতে হচ্ছে মধ্যবিত্তদের৷ এবার মনে প্রশ্ন জাগতেই পারে, সোনার মূল্য বৃদ্ধির পিছনে আমেরিকার ভূমিকা ঠিক কি?
রাশিয়ার বিপুল সংখ্যক ডলার অ্যাসেট ফ্রিজ
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যেই মার্কিন সরকার রাশিয়ার বিপুল সংখ্যক ডলার অ্যাসেট ফ্রিজ করে দেয়৷ পৃথিবীর সব দেশই নিজেদের সম্পত্তি ডলারে সঞ্চয় করে৷ কারণ ডলারই সর্বত্র গ্রহণযোগ্য কারেন্সি৷ অর্থাৎ বলা যায়, আমেরিকাই ‘পাড়ার দাদা’৷ কিন্তু এই দাদাগিড়ি থেকে বাঁচতে অন্য কৌশল নেয় বাকি দেশগুলি৷ রাশিয়ার কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি আমেরিকা লক করেছে দেখামাত্রই সকলে মিটিং-এ বসে৷ সিদ্ধান্ত হয়, এবার থেকে দেশের সমস্ত সম্পত্তি তারা সোনাতেই সঞ্চয় করবে৷ অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সোনা নিরাপদ সঞ্চয় হিসেবে বিবেচিত হয়৷
সোনায় সঞ্চয় Gold Price Soaring
এর ফলে যেটা হল, পৃথিবীর সমস্ত দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো বিপুল পরিমাণ সোনা কিনতে শুরু করল৷ কারণ সোনাই একমাত্র সেই ধাতু যাকে গডস কারেন্সি বলে৷ এর উপর কারও নিয়ন্ত্রণ নেই৷ এবার সরকারই যদি সব সোনা কিনে নেয়, তাহলে বাজারে সোনা তো কমবেই৷ আর যোগান কমা মানেই অর্থনীতির সূত্র ধরে দাম বাড়বে লাফিয়ে৷
সোনায় ইনভেস্টমেন্ট
বর্তমান যা পরিস্থিতি তাতে সোনার দাম কমার সম্ভাবনা নেই বললেই চলে৷ বরং দাম আরও বাড়বে৷ সাময়িক কিছুটা কমলেও, তা স্থায়ী হবে না৷ তাই এটাই সঠিক সময় সোনায় ইমভেস্ট করার৷ যদিও সোনার দাম বাড়ার পর স্বর্ণব্যবসায়ীরা লাইট ওয়েট গহনা তৈরির ট্রেন্ড শুরু করেছিলেন৷ গ্রাহকের পকেটের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে সম্পূর্ণ পৃথক ছবি৷ হালকা নয়, গ্রাহকরা পছন্দ করছেন ভারী গহনাকেই৷ পশ্চিমবঙ্গ স্বর্ণশিল্পী বাঁচাও কমিটির সভাপতি বাবলু দে বলেন, গ্রাহকরা ফের ভারী আইটেমের দিকেই ঝুঁকছে৷ কারণ মানুষ বুঝে গিয়েছে, সোনা কেনা মানেই ইনভেস্টমেন্ট৷ যে সোনা ১০ হাজার টাকার কেনা হয়েছিল৷ সেই সোনার দাম এখন লাখে পৌঁছে গিয়েছে৷ এই রিটার্ন কোনও ব্যাঙ্ক দিতে পারবে না৷
Business: Gold hits ₹1.25 Lakh/10g! Learn the real reason behind the skyrocketing gold price. The US government’s freezing of Russian dollar assets is fueling a massive global shift, pushing central banks to store wealth in gold, causing the ‘safe-haven’ metal’s value to soar.










