নয়াদিল্লি: লকডাউনে ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসায়ী এবং প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে কেন্দ্র৷ অর্থনীতিকে চাঙ্গা করতে ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ এর মধ্যে ক্ষুদ্র ব্যবসার জন্য ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ এই প্রকল্পে ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে ৭.৫ শতাংশ হারে ঋণ নিতে পারে, তা নিশ্চিত করতে মূলধন জোগানোর জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির উপর চাপ দিচ্ছে কেন্দ্র৷ একইসঙ্গে প্রবীণ নাগরিকরা যাতে তাঁদের ফিক্সড ডিপোজিটের উপর আরও বেশি সুদ পান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে সেদিকেও নজর দিতে বলা হয়েছে৷
প্রবীণ নাগরিকদের জন্য প্রধানমন্ত্রী ব্যায় বন্দনা যোজনার মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে৷ ২০২৩ পর্যন্ত চলবে এই প্রকল্প৷ জানানো হয়েছে, চলতি বছর এই প্রকল্পে ৭.৪ শতাংশ হারে সুদ পাবেন দেশের প্রবীণ নাগরিকরা৷ আগামী অর্থবর্ষে নতুন করে সুদের হার ধার্য করা হবে৷
ছোটো ব্যবসা ক্ষেত্রে ‘ঋণ গ্যারান্টি প্রকল্প’-এ ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ছোটো ব্যবসায়ীরা যাতে অপেক্ষাকৃত কম সুদের হারে ঋণ নিতে পারেন, এই প্রকল্পের মাধ্যমে সে দিকেই জোর দেওয়া হয়েছে৷ সরকার চাইছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ৭.৫ শতাংশ হারে এই প্রকল্পে ঋণ অনুমোদন করুক।
এদিকে, গত শুক্রবার রেপো রেট কমানোর কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)৷ বাণিজ্যিক ব্যাঙ্কগুলি আরবিআই-এর কাছ থেকে যে সুদের হারে ঋণ নেয়, তাকেই বলে রেপো রেট৷ রেপো রেটের হার ৪.৪ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করার কথা ঘোষণা করেছে আরবিআই। অন্য দিকে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) ৫ থেকে ১০ বছরের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার কমিয়ে ৫.৭ শতাংশ করেছে। তবে স্থায়ী আমানতের উপর ৬.৫ শতাংশ হারে সুদ পাবেন প্রবীণ নাগরিকরা৷
বর্তমান নিয়মে ছোটো ব্যবসায়ীরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি থেকে ১১ থেকে ১২ শতাংশ হারে ঋণ পেয়ে থাকে। শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ব্যাংকর্তাদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি বলেন, ছোটো ব্যবসায়ীরা যাতে কেন্দ্রের ঘোষিত কোভিড আর্থিক প্যাকেজের সুবিধা পেতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
