কমছে GST, আরও সস্তা হচ্ছে ৩৩টি পণ্য

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে জিএসটির হার কমানোর প্রস্তাব দিল জিএসটি কাউন্সিল৷ আজ, ৩১তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ৩৩টি পণ্যের দাম কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে৷ সাতটি পণ্য ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে৷ আজ, ৬০ পণ্যের দাম কমানো নিয়ে আলোচনা হয়৷গাড়ির যন্ত্রাংশ ও সিমেন্টের জিএসটির হার কমানো হয়েছে৷ টিভির দামও কমানো হয়েছে৷ ব্যাটারির দাম কমানো

3 stocks recomended

কমছে GST, আরও সস্তা হচ্ছে ৩৩টি পণ্য

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে জিএসটির হার কমানোর প্রস্তাব দিল জিএসটি কাউন্সিল৷ আজ, ৩১তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ৩৩টি পণ্যের দাম কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে৷ সাতটি পণ্য ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে৷ আজ, ৬০ পণ্যের দাম কমানো নিয়ে আলোচনা হয়৷গাড়ির যন্ত্রাংশ ও সিমেন্টের জিএসটির হার কমানো হয়েছে৷ টিভির দামও কমানো হয়েছে৷ ব্যাটারির দাম কমানো হয়েছে৷ খেলার সামগ্রীর দাম ২৮ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে৷ ১০০ টাকার মূল্যের সিনেমার টিকিটের ১৮ থেকে ১২ শতাংশে নামিয়ে আনা হয়েছে৷ জীবন বিমায় ১৮ থেকে ১২ শতাংশে নামিয়ে আনা হয়েছে৷ রেল ও বিমানের টিকিটের জিএসটির পরিমাণ কমানো হয়েছে৷ জমি বাড়ি কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে৷ ছোট ব্যবসায়ীদের সুবিধায় বেশ কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ মনিটর, রঙিন টেলিভিশন, টায়ার, লিথিয়াম-আয়ন ব্যাটারির জিএসটির হার ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে৷ গাড়ির যন্ত্রাংশে জিএসটি ৫ শতাংশে নামিয়ে আনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ ৩৩টি পণ্যের পরিবর্তিত GST হার ১ জানুয়ারি থেকে লাগু হবে।

এদিন সাংবাদিক বৈঠক করে অর্থমন্ত্রী বলেন, ‘‘আমরা ২৮টি বিলাসবহুল সামগ্রী ২৮ শতাংশে বেধে রাখতে পেরেছি৷  বাকি ১৩টি সামগ্রী, যেমন অটোমোবাইল যন্ত্রাংশ ও সিমেন্টের জিএসটির হার কমানোর সিদ্ধান্ত নিয়েছি৷ এতদিন দেশে সিমেন্টে জিএসটি থেকে ১৩ হাজার কোটি টাকা ও অটোমোবাইল থেকে ২০ হাজার কোটি টাকা রাজস্ব পেতাম৷ কিন্তু, এখন দুটি ক্ষেত্রে ২৮% থেকে ১৮% পর্যন্ত নেমে আসে ৩৩ হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে৷’’



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জিএসটির হার কমানোর ইঙ্গিত দিয়ে আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেন৷ বলেন, ‘‘জিএসটি ব্যবস্থা এখন যথেষ্ট থিতু হয়েছে৷ এখন আমরা চেষ্টা করছি যাতে ৯৯ শতাংশ পণ্যকে ১৮ শতাংশ বা তার কম জিএসটির আওতায় নামিয়ে আনা যায়৷’’ প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন, সর্বোচ্চ ২৮ শতাংশ জিএসটি কাঠামোয় কেবল বিলাস সামগ্রী ও তামাকজাত নেশার দ্রব্যের মতো হাতেগোনা কিছু পণ্য রাখা হবে৷ মনে করা হচ্ছে, ভোটের আগে আজ, জিএসটি কাউন্সিলের বৈঠকে সেই নির্দেশই পাল করে ৩৩টি পণ্যের জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে আনা হয়৷

Union Finance Minister Arun Jaitley: 28% slab rate is only applicable on 34 items now. These are luxury items. pic.twitter.com/s0agEgE113

 

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =