নয়াদিল্লি: এবার জিএসটিতে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ একটি সাক্ষাতকারে কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর ও কাস্টমস বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় আগরওয়ালের দাবি, বর্তমানে জিএসটির ৪টি স্ল্যাবকে কমিয়ে ৩টি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের৷ সেই স্ল্যাবগুলি হল, ৫%, ১২%, ১৮% ও ২৮%
সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জুনে জিএসটি বাবদ৷ সরকারি কোষাগারে জমা পড়েছে ১.৭৮ লক্ষ কোটি টাকা৷ গত বছর অর্থাৎ ২০২৩-র জুনে যা ছিল ১.৬১ লক্ষ কোটি
অর্থাৎ জুনের নিরিখে বছর ঘুরে জিএসটি আদায়ের পরিমাণ বেড়েছে ৭.৭ শতাংশ৷ ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ৩ মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে ৫.৫৭ লক্ষ কোটি টাকা৷ তবে এবছরের এপ্রিলে এই কর আদায়ের পরিমাণে তৈরি হয় নয়া রেকর্ড৷ ওই মাসে পণ্য ও পরিষেবা কর বাবদ সরকারি কোষাগারে ২.১০ লক্ষ কোটি টাকা জমা পড়ে বলে জানা গিয়েছে৷